অস্ট্রেলিয়ায় পৌঁছেই প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় দল(India Team)। যখন সকলে বিরাট(Virat Kohli), রোহিতদের(Rohit Sharma) বয়সের কারণে ফিটনেস নিয়ে নানান কথা বলছেন, সেই সময়ই মাঠে হর্ষিত রানা(Harshit Rana), অর্শদীপ সিংদের(Arshdeep Singh) দৌঁড়ে হারাচ্ছেন তিনি। আবার সেই অস্ট্রেলিয়া(Australia) থেকেই বিরাটের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তবে কী এই অস্ট্রেলিয়া সফরই বিরাট কোহলির ওডিআই ফর্ম্যাটেও শেষ সিরিজ হতে চলেছে। না তিনি স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।
টেস্ট, টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটে খেলছেন বিরাট কোহলি(Virat Kohli)। দীর্ঘদিন বিশ্রাম কাটিয়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই ফের একবার দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি। যদিও অস্ট্রেলিয়া পৌঁছে প্রস্তুতিতে স্বমেজাজেই রয়েছেন ভারতীয় দলের কিংবদন্তী ক্রিকেটার। কিন্তু এরইমাঝে আবার শুরু হয়েছে তাঁর অবসর ঘিরেও জল্পনা।
Virat Kohli sprint with Harshit Rana and Arsh Paaji. pic.twitter.com/fWeCXCbClw
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) October 16, 2025
হবে নাই বা কেন, অস্ট্রেলিয়ার(Australia) মাটিতে পৌঁছেই তো এক অবাক করা টুইট করেছেন তিনি। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানান। তবে কী এই অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স না করতে পারলেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বিরাট কোহলি(Virat Kohli)! অন্তত বিরাট কোহলির টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে।
বিরাট কোহলি টুইট করে লিখেছেন, “তুমি যখন সবকিছু ছেড়ে দেওয়ার কথা ভাবছ, সেই সময়েই তুমি প্রকৃতভাবে ব্যর্থ হবে”।
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
বিরাট কোহলি কেন বললেন এমন কথা। না সেই উত্তর কারোর কাছে নেই। সম্প্রতি বিরাট কোহলিদের ওডিআই ভবিষ্যৎ নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে কোচ গৌতম গম্ভীর হওয়ার পর থেকে। যদিও শুভমন গিল বলেছেন যে বিশ্বকাপের পরিকল্পনায় ভীষণভাবে নাকি রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। যদিও বিশষজ্ঞমহল তেমনটা মনে করছে না।
অনেকেই মনে করছেন এই অস্ট্রেলিয়া সফর বিরাটদের কছে একটা বড় পরীক্ষা। এই জল্পনার মাঝেই বিরাট কোহলির এমন বার্তা জল্পনা আরও বাড়াবে সেটাই তো স্বাভাবিক।







