মাঠে কটুক্তি, জবাবটা ব্যাট দিয়েই দিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা(Abhishek Sharma)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় এই তরুণ ক্রিকেটার। হারিস রওফ(Haris Rauf) মাঠেই মেজাজ হারিয়ে শুভমন(Shubman Gill) এবং অভিষেককে(Abhishek Sharma) কটুক্তি করেন। তার জবাব দেওয়ার পরই সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানকে ক্রিকেটারকে দুষলেন অভিষেক শর্মা। তাঁর সাফ বার্তা “ওরা কথা বলে, আমরা জিতি”। পাকিস্তানকে যে কড়া জবাব দিতে ভারতীয় দলের ক্রিকেটাররা কোনওরকম খামতি রাখবে তা ফের একবার স্পষ্ট।
বহু বিতর্কের পর ফের একবার এশিয়া কাপে(Asia Cup) মুখোমুখি হয়েছিল দুই তির প্রতিদ্বন্দ্বী। ভারতীয় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অটল। পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক নয়। এই ম্যাচেও তার অন্যথা হয়নি। শুরু থেকে শেষপর্যন্ত হ্যাডশেক হয়নি। ভারতীয় ক্রিকেটারদের উত্তক্ত করতে স্লেজিংয়ের শুরুটা করেছিলেন হারিস রওফ। জবাবটা ব্যাট দিয়েই দিয়েছেন শুভমন গিল(Shubman Gill) এবং অভিষেক শর্মা(Abhishek Sharma)।
ভারতের খারাপ ফিল্ডির এবং খারাপ বোলিংয়ের সুযোগ নিয়ে বড় রান তৈরি করছিল পাকিস্তান। ভারতকে চাপে রখার কৌশল নিয়েছিল তারা। কিন্তু তরুণ অভিষেক শর্মা(Abhishek Sharma) ছিলেন বিধ্বংসী মেজাজে। যে শাহিনকে নিয়ে পাকিস্তানের সবচেয়ে বেশি ভরসা এবং আত্মবিশ্বাস ছিল। তাঁকেই কার্যত নাস্তাবুদ করেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। ম্যাচের সেরার শিরোপাও তুলে নিয়েছেন নিজের মাথায়। এদিন তাঁর ব্যাট থেকে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা।
আরও পড়ুনঃ অভিষেক-শুভমনের ঝোড়ো ইনিংসে পাক বধ ভারতের
পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে যখন অভিষেক সাজঘরে ফিরছেন, সেই সময় ভারতের জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। তাঁর গোটা ইনিংসটা সাজানো ছিল ৬টি চার ও পাঁচটি ছয় দিয়ে। অভিষেকের তান্ডবের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের বোলিং লাইনআপ।
You talk, we win 🇮🇳 pic.twitter.com/iMOe9vOuuW
— Abhishek Sharma (@OfficialAbhi04) September 21, 2025
সেই সময়ই মাঠে অভিষেক শর্মাকে(Abhishek Sharma) উদ্দেশ্য করে হারিস রওফ শুরু করেন স্লেজিং করাটা। মাঠে গিল এবং অভিষেক জবাবটা দিয়েছিলেন ঠিকই। তবে ব্যাটিংয়েই সবচেয়ে বেশি জবাব দিয়েছিলেন এই দুই তরুণ তারকা। পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ভারত।
এরপরই সোশ্যাল মিডিয়াতে কার্যত পাক ক্রিকেটারদের নিশানা করেই অভিষেক শর্মার বিরাট বার্তা। সেখানেই তিনি লিখেছেন, “ওরা কথা বলে, আমরা জিতি”। আর এই বার্তাটা যে পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা তা বলার অপেক্ষা রাখে না।
এশিয়া কাপের শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে কোনওরকম সৌজন্য না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ম্যাচেও তার অন্যথা হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালেও ভারতের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দেখা হলে এক প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক ভারত করতে পারে কিনা সেটাই দেখার।







