সিডনিতে রো-কো শো। আর তাতেই বাজিমাত ভারতের(India Cricket Team)। সিরিজ হেলে গেলেও, শেষ ম্যাচে রোহিত(Rohit Sharma) এবং বিরাটের(Virat Kohli) চওড়া ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে কার্যত হেলায় হারাল ভারতীয় দল। দীর্ঘদিন পর ফের একবার হিটম্যানের মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে(Rohit Sharma)। হাঁকালেন একের পর এক বড় শট। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের নবম সেঞ্চুরি যেমন করলেন রোহিত শর্মা। তেমনই ৭৫ তম অর্ধশতরান করলেন বিরাট কোহলি(Virat Kohli)। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর সিডনিতেই রানে ফিরলেন বিরাট কোহলি। আর তাদের সামনেই মাথা তুলে দাঁড়াতে পারলেন না অস্ট্রেলিয়ার তারকা বোলাররা। ১২১ রানে অপরাজিত রোহিত, সঙ্গে বিরাট কোহলি দাঁড়িয়ে ৭৪ রানে। ১২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
টেস্ট, টি টোয়েনেটি থেকে অবসর নেওয়ার পর বিরাট(Virat Kohli) ও রোহিত(Rohit Sharma) দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই ফর্ম্যাটে নেমেছিলেন। সেখানে রোহিতের ব্যাটে দ্বিতীয় ম্যাচ থেকে রান এলেও, বিরাটের রানের খরা চলছিলই। অবশেষে বিরাট ভক্তদের মুখে হাসি ফুটল শনিবার। আর বিরাটের ব্যাট চললে যে বোলাররা কতটা অসহায় তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। ১৬৭ রানের দুরন্ত পার্টনারশিপ রোহিত-কোহলির। আর তাতেই সহজ জয় টিম ইন্ডিয়ার।
A clinical bowling and fielding effort 👏
A magnificent partnership between 2️⃣ greats 🫡📸 Moments to cherish from #TeamIndia‘s 9️⃣-wicket victory in Sydney!
Updates ▶ https://t.co/omEdJjQOBf#AUSvIND | #3rdODI pic.twitter.com/uK7BJJeAUT
— BCCI (@BCCI) October 25, 2025
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারত এদিন প্রথম একাদশে দুটো বদল এনেছিল ভারত। কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণা এসেছিলেন দলে। তবে বল হাতে এদিন দুরন্ত ফর্মে ছিলেন হর্ষিত রানা। তিনি একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। তবে অস্ট্রেলিয়ার ওপেনিং থেকে মিডল অর্ডার ধসিয়েছিলেন মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর। শর্ট, রেনেশকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। শেষপর্যন্ত ২৩৬ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও ভারতের সামনে তখন ছিল সহজ লক্ষ্য। ওপেনিংয়ে রোহিত ও শুভমন শুরুটা ভাল করলেও ২৪ রানেই থামেন ভারতীয় দলের অধিনায়ক। এরপরই মাঠে আসেন বিরাট কোহলি। শুরু থেকেই এদিন সচেতন ছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার। তাঁর দিকেই তাকিয়েছিলেন এদিন সকলে। এদিন আর হতাশ করেননি তিনি। বরং তাঁকে পাশে পেয়ে ক্রমশই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন রোহিত শর্মা। সময় যত বাড়ে, ততই রোহিতের ব্যাট থেকে আসতে শুরু করে একের পর এক বড় শট। সঙ্গে যোগ্য সঙ্গত বিরাট কোহলিরও। রোহিত শর্মার অর্ধশতরানের কিছুক্ষণ পরই বিরাট কোহলির ব্যাটেও এল অর্ধশতরানের ঝলক। ভারতের জয় তখন সময়ের অপেক্ষা। বারবার বোলিং বদল হলেও, রোহিতের আক্রমণ থামানো কঠিন ছিল অস্ট্রেলিয়ার কাছে। ১৩টি চার ও ৩টি ছয় দিয়ে রোহিতের ইনিংস ১২১ রানের। অন্যদিকে বিরাট কোহলির ৭৪ রানের ইনিংসটি সাজানো ৭টি চার দিয়ে। অস্ট্রেলিয়ার হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই রইল।







