দুরন্ত ক্যাচ নিলেন। কিন্তু সেই ক্যাচটাই যেন চিন্তা বাড়াল ভারতীয় দলের। গুরুতর চোট পেয়ে হাসপাতালে শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। বেকায়দায় পড়ে পাঁজড়ে চোট পান শ্রেয়স(Shreyas Iyer)। আর তাতেই চিন্তা বেড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অ্যালেক্স ক্যারির দুরন্ত ক্যাচ তিনি নিয়েছেন ঠিকই। কিন্তু সেই ক্যাচ নিতে গিয়েই পাঁজড়ে চোট পান শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এরপরই মাঠ ছাড়তে দেখা যায় ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়সকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই সফরেই ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ম্যাচে বারতীয় দল হারলেও সেখানে রোহিত শর্মার(Rohit Sharma) পাশাপাশি বড় রান পেয়েছিলেন শ্রেয়সও(Shreyas Iyer)। ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে শেষ ম্যাচে আর ব্যাট হাতে নামার সুযোগ পাননি তিনি। তবে এরপর ভারতীয় দলের হয়ে পরবর্তী সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েই এখন শুরু হয়েছে জোর জল্পনা।
তাঁর চোট পাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। কতটা গুরুতর চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। এরপরই বোর্ডের তরফ থেকে শ্রেয়স আইয়ারকে নিয়ে বড়সড় আপডেট বোর্ডের। সেখানেই জানানো হয়েছে ক্যাচ নেওয়ার সময় চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। এরপরই তাঁর চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় টিম ম্যানেজমেন্টের তরফে।
তবে এএখন তিনি কেমন রয়েছেন তা অবশ্য জানা যায়নি। তাঁর রিপোর্ট আসার অপেক্ষাতেই রয়েছেন সকলে। শ্রেয়সের চোট কতটা গুরুতর হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







