বড় রান পেলেন, সেইসঙ্গে অস্ট্রেলিয়ার কেরিয়ারের শেষ খেলাটাও বোধহয় খেলে ফেললেন রোহিত শর্মা ও বিরাট কোহলি(Virat Kohli)। সিডনিতে শেষ ম্যাচ খেলেই আবেগতাড়িত দুই মহা তারকা। অস্ট্রেলিয়ায় এটাই যে তাদের শেষ ওডিআই ম্যাচ খেলা হয়ে গেল, তা এক প্রকার স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা(Rohit Sharma) থেকে বিরাট কোহলি(Virat Kohli)। আবেগের সুর ঝড়ে পড়ল তাদের গলা থেকে। সিডনিকে বিদায় জানিয়েই মাঠ ছাড়লেন তারা।
অস্ট্রেলিয়ায় এরপর আর হয়ত ক্রিকেটার হিসাবে দেখা যাবে না রোহিত এবং বিরাটকে। ভারতের পাশাপাশি এই দেশেও যে বিরাটের বহু ভক্ত। তা তো ম্যাচ শেষেই বোঝা গেল। বিরাটের কাছে মাইক যেতেও গ্যালারীতে চিৎকার। বিরাটও তখন আবেগতাড়িত। অবশেষে এই সিডনিতেই বিরাটের ব্যাটেও যে রান এসেছে। সেই বিরাট কোহলি ম্যাচ শেষে বলছেন, আমরা সবসময়ই এখানে খেলতে ভালোবাসি। আমাদের বেশ কিছু ভালো পারফরম্যান্সও তো এই দেশেই হয়েছে। সকলের থেকে সমর্থন পেয়েছি। ধন্যবাদ সকলকে।
রোহিত শর্মা আর ঢাকতে পারলেন না। বলেই ফেললেন এটাই হয়ত তাদের শেষ ম্যাচ হয়ে গেল অস্ট্রেলিয়াতে। রোহিত শর্মা বলেন, আমি সবসময়ই অস্ট্রেলিয়ায় খেলতে চেয়েছি। এটা সবসময়ই আমার কাছে বিশেষ কটা জায়গা। সেই ২০০৮ সাল থেকেই বিশেষ। আমি নি্শ্চিত নই যে ফের এখানে আর কোনও দিন খেলার সুযোগ পাওয়ার ব্যপারে। সকলকে অনেক ধন্যবাদ।







