২০১৪-র সেই মর্মান্তিক ঘটনা। গোটা ক্রিকেটবিশ্বকে যে ঘটনা শোকস্তব্ধ করে দিয়েছিল। ঘাড়ে বল লেগে ফিল হিউজের সেই মর্মান্তিক মৃত্যুর ছবি ১১ বছর পর মঙ্গলবার আবার মেলবোর্নে! নেটে ব্যাট করছিল ১৭ বছরের বেন অস্টিন। একটি বল ঘাড়ে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে বেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। দু’দিনের লড়াই শেষ। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার এই শোকসংবাদ দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে লেখা হয়, ‘ভ্যাল বেন অস্টিন। মঙ্গলবার নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হয় ১৭ বছর বয়সি মেলবোর্নের এই ক্রিকেটার। সেই বেন অস্টিনের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া শোকাহত।’
মেলবোর্নের ফার্নট্রি গালির অয়ালি টিউ রিজার্ভে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। ওই ম্যাচেই নামার আগে মঙ্গলবার বিকেলে ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিল সকলে। তখনই দুর্ঘটনা। ঘাড়ে বল লাগে তরুণ ক্রিকেটারের। সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো গেল না।
বেন অস্টিন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে খেলত। সবার আগে তার ক্লাবের তরফে এই মৃত্যুসংবাদ জানানো হয়। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘বেনের মৃত্যুতে আমরা মর্মাহত। ফার্নট্রি দলের পাশাপাশি সে মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছে। তার মৃত্যু আমাদের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।’ জানা গিয়েছে, ক্রিকেট শুরুর আগে ওয়েভারলি পার্কের হয়ে সে ফুটবলও খেলেছিল।
২০১৪-য় এভাবেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল অস্ট্রেলিয়া। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলাকালীন অজি পেসার শন অ্যাবটের বাউন্সার আছড়ে পড়ে অস্ট্রেলীয় ব্যাটার ফিল হিউজের ঘাড়ে। অজ্ঞান হয়ে মাঠ ছাড়েন তিনি। মাথার মধ্যেই প্রবল রক্তক্ষরণ হয়। দু’দিন ধরে কোমায় থাকার পরে তাঁর মৃত্যু হয়। বেন অস্টিনেরের প্রয়াণে আবারও সেই মর্মান্তিক স্মৃতির প্রত্যাবর্তন।







