বিশ্বকাপটা খেলার কথাই ছিল না তাঁর। কিন্তু সেই শেফালি বর্মাই(Shafali Verma) মহিলাদের বিশ্বকাপের ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে শেফালি(Shafali Verma) যে আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে তাঁর মুখে সচিনের নামই শোনা গেল। সচিন তেন্ডুলকরকে(Sachin Tendulkar) দেখেই নাকি অনুপ্রানিত হয়েছেন। আর সেটাই যে তাঁকে সাফল্য এনে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথাই শোনা গেল শেফালির মুখেও।
প্রতিকা রাওয়ালের পা ভেঙে যাওয়ায় বিশ্বকাপ খেলার সুযোগ আসে শেফালির(Shafali Verma) সামনে। সেই সময় থেকেই তিনি জানতেন কিছু একটা ভাল করার জন্যই নাকি এই সুযোগ পেয়েছেন। সেমিফাইনালে ব্যর্থ। কিন্তু ফাইনালেই সেই শেফালি হয়ে উঠল ভারতের প্রধান অস্ত্র। সর্বোচ্চ ৮৭ রান যেমন তিনি করলেন, তেমনই আবার তিনটি উইকেটও তুললেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। আর ম্যাচ শেষে শেফালির মুখে সচিনের কথা। সচিনকে দেখেই পেয়েছিলেন অনুপ্রেরণা। মাস্টার ব্লাস্টারের কথাই তাঁকে জুগিয়েছিল আত্মবিশ্বাস।
ম্যাচ শেষে শেফালি বর্মা জানান, “আমি শুরুতেই বলেছিলাম যে ভগবান ভালো কিছু করার জন্যই আমাকে বোধহয় এখানে পাঠিয়েছিল। আর সেটা এই ম্যাচেই প্রমাণিত হল। আমি যখন ফাইনালের দিন সচিন তেন্ডুলকরকে সামনে দেখলাম, সেই মুহূর্তটাই আমাকে শক্তি যুগিয়েছিল। আমি তাঁর সঙ্গে ক্রমাগত কথা বলেছলাম, সেটাই আত্মবিশ্বাস যুগিয়েছিল আমাকে। তিনি ক্রিকেটের মাস্টার। আর সেটা আমাদের সকলের কাছেই ছিল অনুপ্রেরণা”।
ফাইনালের দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শেফালি বর্মা। একের পর এক বড় শটে কার্যত নাজেহাল করে দিয়েছিলেন প্রোটিয়া বাহিনীকে। ৮৭ রানের ইনিংস যেমন খেলেছিলেন। তেমনই বল হাতেও হয়েছিলেন সফল। তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের তিনটি উইকেট।







