চোটের কারণে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন খোদ বেন স্টোকস! দলে নেই জোফ্রাও

ভারতের বিরুদ্ধে সিরিজ়ের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। টেস্ট দলের অধিনায়ককে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে। স্টোকসের ছিটকে যাওয়ার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের দলে চারটি পরিবর্তন করেছে তারা। খেলতে পারবেন না জোফ্রা আর্চারও। স্টোকসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ। স্টোকসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা। কারণ, এই সিরিজ়ে সবচেয়ে বেশি উইকেট (১৭) নিয়েছেন তিনিই। ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন স্টোকস। পরে শতরানও করেছিলেন। লর্ডস টেস্টেও ভাল খেলেছিলেন। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৭৭ রান, এবং পাঁচ উইকেট নিয়েছিলেন। ব্যাটার স্টোকসের চেয়েও বোলার স্টোকসের অভাব বেশি টের পাবে ইংল্যান্ড। শেষ দু’টি টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার হওয়া ছাড়াও, গুরুত্বপূর্ণ সময়ে ভারতের উইকেট তুলতে জুড়ি ছিল না তাঁর। ম্যাঞ্চেস্টারে স্টোকসের বল খেলতে ভারতের ডানহাতি ব্যাটারদের খুবই অসুবিধা হয়েছে। শুভমন গিল বল ছাড়তে গিয়ে আউট হন। স্টোকস যে অনিশ্চিত তা অনুমান করা গিয়েছিল চতুর্থ টেস্টের চতুর্থ দিন। সে দিন ভারত ৬৩ ওভার খেললেও স্টোকস এক ওভারও বল করেননি। পরের দিন সকালে দ্বিতীয় ওভারেই তিনি বল করতে আসেন। কিন্তু কয়েক ওভার করার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোতে দেখা যায় তাঁকে। আগের মতো ছন্দেও দেখায়নি ইংরেজ অধিনায়ককে। স্টোকস, আর্চার ছাড়াও ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং প্রথম একাদশে এসেছেন। সিরিজ়ের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। শেষ বার মে মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন তিনি। তার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান। সম্প্রতি সারের হয়ে কাউন্টিতে খেলেছেন।
আইসিসি-র নিয়মে অলিম্পিক্স ক্রিকেটে বাদ পড়ার সম্ভাবনা পাকিস্তান, নিউজিল্যান্ডের!

তিন বছর পর অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলেসে। ১২৮ পর সেখানে ফিরছে ক্রিকেট। তবে সেই প্রতিযোগিতায় পাকিস্তান, নিউ নিউজ়িল্যান্ডের মতো দেশ হয়ত খেলতেই পারবে না! নেপথ্যে আইসিসি-র একটি নিয়ম। জানা গিয়েছে, ছয় দলের প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা চলছে। আমেরিকা খেলবে আয়োজক দেশ হিসাবে। বাকি থাকছে পাঁচটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির ইচ্ছা, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ অলিম্পিক্সে ক্রিকেটে খেলুক। এতে সব মহাদেশের প্রতিনিধি থাকবে। আইসিসি-ও তাতে সম্মতি দিয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে হওয়া আইসিসি-র সভায় ঠিক হয়েছে, অলিম্পিক্সে খেলার জন্য আঞ্চলিক যোগ্যতা অর্জন পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ এশিয়া, ইউরোপ, ওশেনিয়া এবং আফ্রিকার সেরা দল অলিম্পিক্সে খেলবে। ফলে আয়োজক দেশ এবং চারটি মহাদেশের একটি করে দল ধরলেও বাকি থাকছে একটি জায়গা। কী ভাবে সেই শূন্যস্থান পূরণ হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। আইসিসি এবং আইওসি-র সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। কারণ সেরা দলের নিয়ম মানা হলে তাদের অলিম্পিক্সে খেলা হবে না। এই নিয়মে ভারত (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা) এবং অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) যোগ্যতা অর্জন করবে। ইউরোপ থেকে থাকবে ইংল্যান্ড। যদিও তারা অলিম্পিক্সে নামবে গ্রেট ব্রিটেন হিসাবে।
যশপ্রীত বুমরাকে ওভাল টেস্টে বিশ্রাম নেওয়ার পরামর্শ মেডিকাল টিমের

চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট, ওভালে যশপ্রীত বুমরা সম্ভবত খেলবেন না। ভারতীয় ক্রিকেট দলের মেডিকাল টিম তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে একটি ইংরিজি ওয়েবসাইট। এই সিরিজে বুমরার তিনটি টেস্ট খেলার কথা ছিল এবং তার ৩টি টেস্ট খেলাও হয়ে গিয়েছে। ভারতের কাছে ওভাল টেস্টের অপরিসীম গুরুত্ব। জিতলে সিরিজে ১-২ পিছিয়ে থাকা ভারত সিরিজ ড্র করে ফিরতে পারবে। তাও, বুমরার পিঠের চোট এবং ওয়ার্কলোডের কথা ভেবে তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বুমরা এখনও পর্যন্ত চলতি সিরিজের ৩ টেস্ট মিলিয়ে মোট বল করেছেন ১২০ ওভার। গতবছর অস্ট্রেলিয়া সফরে পিঠে চোট পাওয়ার পর চলতি ইংল্যান্ড সিরিজে তার প্রথম মাঠে নামা। ওল্ড ট্র্যাফোর্ডে বুমরাকে স্বমহিমায় দেখা যায়নি। অনেক কম গতিতে বল করেছেন। মুভমেন্টও আগের দু’টেস্টের মত ছিল না। এটাই হয়ত তার ওয়ার্কলোড বেশি হয়ে পড়ার প্রতিফলন ছিল। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য দু’দিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, বুমরার সঙ্গে তার এখনও চূড়ান্ত পর্যায়ে কথা হয়নি। কিন্তু ওয়েবসাইটটি জানিয়েছে, বুমরার পরিবর্তে আকাশদীপ সিং-এর প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা বেশি।
লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল ভারতীয় স্পনসর, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালেও শিখরদের খেলার সম্ভাবনা কম

বিশ্ব লেজেন্ডস ক্রিকেট লিগ টুর্নামেণ্টে আবার শেষ চারে মুখোমুখি ভারত-পাকিস্তান। শিখর ধাওয়ান, হরভজন সিং, যুবরাজ সিংদের পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়েছিল। সেমিফাইনালে দুই দলের দ্বৈরথ কি হবে? সেই সংশয়ের মধ্যেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল ভারতীয় স্পনসর। কারণ, তারা মনে করে, ‘সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না’। শিখর ধাওয়ান আগেই জানিয়েছিলেন, গ্রুপ পর্বের ম্যাচের মত সেমিফাইনালও তিনি বয়কট করছেন। যুবরাজ সিং, হরভজন সিং, পাঠান ভাইদেরও বয়কট করার কথা। লেজেন্ডস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারান যুবরাজ সিংরা। হাফসেঞ্চুরি করে ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোরা রান না পেলেও কায়রন পোলার্ড ৭৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পাকিস্তান। সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ৩১ জুলাই। লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ানো ভারতীয় স্পনসর সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বিশ্ব লেজেন্ডস লিগে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারতীয় দলকে নিয়ে গর্বিত। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের পাশে।’ ‘যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয়, তার সঙ্গে কোনও ইভেন্টের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা আমরা সমর্থন করি না। দেশের মানুষ এই নিয়ে কথা বলেছে এবং আমরা তা শুনেছি। আমাদের কোম্পানি ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না। কিছু বিষয় খেলাধুলোর ঊর্ধ্বে। আগে দেশ, তারপর ব্যবসা। জয় হিন্দ।’
ডার্বি কী জানেন, কলকাতা ডার্বিও উপভোগ করতে চান হামিদ

মঙ্গলবার এক বছরের চুক্তিতে সই করলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি, মরক্কোর জাতীয় স্ট্রাইকার হামিদ আহদাদ। ৩০ বছরের আহদাদ সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার পজিশনে খেলতে পারেন। ফরওয়ার্ডকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো। তিনি বলেছেন, ‘‘আহদাদ মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইংয়ে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও ব্যবহার করা যাবে। গোল করার দক্ষতা দুর্দান্ত। মরক্কো এবং মিশরের একাধিক শীর্ষস্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাও রয়েছে। আহদাদ যোগ দেওয়ায় আমরা লাভবান হব।’’ লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে উচ্ছ্বসিত আহদাদও। তিনি বলেছেন, ‘‘এই ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। শতবর্ষ প্রাচীন এমন একটা ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য সম্মানের। আমি জ়ামালেক এফসির হয়ে খেলেছি। ডার্বি কী জিনিস জানি। ডার্বির চাপ, উত্তেজনা সম্পর্কে ধারণা রয়েছে। আশা করি কলকাতা ডার্বিও উপভোগ করব। ডার্বি খেলার অপেক্ষায় রয়েছি। এশিয়ার অন্যতম বড় ডার্বি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সেরাটা দিতে চাই। যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই।’’