SSEN অ্যাপে এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপ!

কলকাতা লিগ(CFL) যে অ্যাপে দেখেছেন, এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপও(2026 Fifa World Cup) সেই এসএসইএন(SSEN) অ্যাপে দেখতে পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই এশিয়ার একটি পর্বে ২০২৬ বিশ্বকাপ ব্রডকাস্টিং রাইটসের জন্য বিড করেছে শ্রাচী। সবকিছু ঠিকঠাক চললে এসএসইএন(SSEN) অ্যাপে এবার দেখা যেতে পারে মেসি(Lionel Messi), রোনাল্ডোদের(Cristiano Ronaldo) ম্যাচ। বিড করা হয়ে গেলেও, এখনই তারা স্বত্ব পায়নি অবশ্য। কিন্তু এই খবর যে বাংলার ফুটবল প্রেমিদের কাছে অবশ্যই একটা বড় পাওনা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সদ্য শেষ হয়েছে কলকাতা লিগ। সেখানেই ব্রডকাস্টিংয়ে সকলকে চমকে দিয়েছে এসএসইএন(SSEN) অ্যাপ। এবার দেশের গন্ডী ছাড়িয়ে বিদেশের মাটিতেও পা রাখতে চলেছে তারা। একেবারে বিশ্বকাপের(2026 Fifa World Cup) আসরে পৌঁছতে চলেছে শ্রাচী(Srachi)। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিশ্বকাপের ব্রডকাস্টিংয়ের বিডের কথা জানানো হয়েছে। এবারই হয়ত শেষ বিশ্বকাপের মঞ্চে নামবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনল্ড। আগামী বছরই আমেরিকা ও মেক্সিকোতে হবে ফিফা বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর বিশ্বকাপ মানেই যে কলকাতা সহ গোটা রাজ্যে একটা ক্রীড়া উৎসবের ছবি ধরা পড়ে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এসএসইএনে(SSEN) যদি এশিয়ার একটা অংশে খেলা দেখা যায়, তা যে বিশেষ প্রাপ্তি হবে তা বলার অপেক্ষা রাখে না। শ্রাচীর তরফে চেষ্টা শুরু হয়ে গিয়েছে। বিডিং পদ্ধতি হয়ে গিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, “হ্যাঁ আমরা ২০২৬ বিশ্বকাপের ব্রডকাস্টিং রাইটসের জন্য বিড করেছি”। এখন শুধুই অপেক্ষা বাংলার কোনও সংস্থার হাতে এশিয়ার জন্য ব্রডকাস্টিং রাইটস আসে কিনা।
পুজোর ঘোরাফেরায় লাল-হলুদ ফুটবলারদের বিধি নিষেধ!

দুর্গা পুজোয়(Durga Puja) ঘোরাফেরায় বিধি নিষেধ ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের। বিশেষ করে বিদেশি ও নতুন ফুটবলারদের ওপরই এই বিধি নিষেধ দেওয়া হয়ছে। পুজোয় জোয়ারে গা ভাসাবে গোটা শহর। সেখানেই দেদার ঘুরে বেড়াতে পারবেন না ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলাররা। অর্থাৎ বাঙালি ফুটবলার সৌভিকদেরও(Souvik Chakrabarty) এবার পুজোয় দেদার ঘুরে বেড়ানো সম্ভব নয়। ইস্টবেঙ্গলের ফুটবলারদের পুজোতে গতি বিধিও নাকি বেধে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। বিশেষ করে বিদেশি এবং নতুন ফুটবলার, যারা প্রথমবার পুজো দেখবে, তাদের জন্যই এই নিয়ম। বেশিরভাগ বিদেশি এবং নতুন ফুটবলাররা রয়েছেন নিউ টাউনেই। সেই কথা মাথায় রেখেই নিউটাউন এবং সল্টলেকের আশেপাশেই পুজোয় ঘোরাফেরার ছাড় দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে কলকাতার ভিড়ের কথা মাথায় রেখেই নাকি বিশেষ করে বিদেশি ফুটবলারদের ঘোরা ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কলকাতার পার্কস্ট্রিটে তাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে ইস্টবেঙ্গল ফুটবলাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে পারবেন। গতবারের মতো এবারও পুজোর মধ্যে ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতি চলবে। শোনাযাচ্ছে সপ্তমি পর্যন্ত নাকি কোচ অস্কার ব্রুজোঁ ইস্টবেঙ্গলের অনুশীলনের সূচি রেখেছেন। কারণ পুজো মিটলেই সামনে রয়েছে সুপার কাপ এবং আইএফএ শিল্ড। সেই কারণেই দলকে বেশি দি বিশ্রাম দিতে নারাজ লাল-হলুদ শিবিরের হেডস্যার। অষ্টমী, নবমী এবং দশমিই ছুটি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের। অন্যদিকে বুধবার রাজডাঙায় পুজো উদ্বোধনে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। লাল-হলুদ ফুটবলারদের হাত দিয়েই হল সেই পুজোর উদ্বোধন। তবে এতকিছুর মধ্যেও লাল-হলুদের তারকা ফুটবলারদের কিন্তু কলকাতায় যাওয়ার ছাড় নেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে অভিষেক শর্মা!

টি টোয়ন্টির পর এবার ওডিআইয়ে অভিষেকের পথে অভিষেক শর্মার(Abhishek Sharma)। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই(ODI) সিরিজেই নাকি ভারতীয় দলের জার্সিতে অভিষেক করতে পারেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। টি টোয়েন্টিতে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। আর সেই পারফরম্যান্সই যে অভিষেক শর্মাকে ভারতীয় ওডিআই দলে সুযোগ পাওয়ার দকে অনেকটা এগিয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে। এই মুহূর্তে ভারতের হয়ে এশিয়া কাপে(Asia Cup) খেলছেন তিনি। সেখানেই ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচেই দুরন্ত ফর্মে প্রদর্শন করেছেন অভিষেক(Abhishek Sharma)। এমনকি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও অভিষেক শর্মা (Abhishek Sharma)। এখনও পর্যন্ত ১৭৩ রান করেছেন তিনি। তবে সবচেয়ে যেটা নজর কেড়েছে সেটা হল অভিষেক শর্মার স্ট্রাইরেট ২০৮। এই সমস্ত কিছু দেখেই এবার অভিষেক শর্মাকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু তাঁকে ওপেনার হিসাবে ভারতীয় ওডিআই দলে নেওয়া হলে প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে কয়েকটা। শুভমন গিলের সঙ্গে অভিষেককে ওপেনার হিসাবে নিলে রোহিত শর্মার ভবিষ্যৎ তবে কী হবে। তবে কী অস্ট্রেলয়া সফরের আগে ওডিআই থেকেই সরে যেতে পারেন রোহিত শর্মা। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সেক্ষেত্রে ব্যাটিং পজিশন বদলাতে পারে রোহিত শর্মার(Rohit Sharma)। অন্যদিকে ভারতীয় দলের আরেকজন ওপেনারকে নিয়েও কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। যশস্বী জয়সওয়ালও কী তবে অস্ট্রেলয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে জায়গা পাবেন না! এবারের এশিয়া কাপেও ভারতীয় দল ওপেনিংয়ে ভরসা রেখেছে সেই অভিষেক শর্মার ওপর। অস্ট্রেলিয়া সিরিজেও তাঁকে রাখা হলে যশস্বী জয়সওয়ালের চিন্তা বাড়াটাই স্বাভাবিক। আগামী মাস থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ভারত ওডিআই সিরিজ। সেইসঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
টেস্ট থেকেই সরে যাওয়ার পথে শ্রেয়স!

এবার কী টেস্ট থেকে সরে যেতে চাইছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। বো্ডকে দেওয়া শ্রেয়স আইয়ারের চিঠির কতা সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ভারতীয়-এ(India-A) দলের থেকে নাম তুলে নেওয়ার পরই এবার ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধেও তাঁর না খেলার কথা জানিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শোনা যাচ্ছে অজিত আগরকরের সঙ্গে কচতা বলেই নাকি আপাতত টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। সেইসঙ্গেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে কী শ্রেয়স টেস্ট থেকেই সরে যেতে চলেছেন! শেষপর্যন্ত কী হয় সেটা তো সময় বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে যে শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) ভারতীয় দলে দেখা যাবে না তা বেশ স্পষ্ট। ভারতীয়-এ দলের হয়ে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সেই ম্যাচে সাদা জার্সিতে একেবারেই ভালো ফর্মে ছিলেন না এই তারকা ক্রিকেটার। মাত্র ৮ ও ১৩ রান করেছিলেন দুই ইনিংসে। এরপর হঠাৎ নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় ম্যাচের আগে। এরপরই শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) নাকি বোর্ডকে(BCCI) চিঠি দিয়ে আপাতত লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা জানিয়ে দিয়েছেন। কারণ প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা এবং সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একসঙ্গে তাঁর কাছে অনেকটাই কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয় তাঁর নাকি পিঠের সমস্যাটাও ফের ভোগাতে শুরু করেছে। আর এই কারণ দেখিয়েই নাকি ভারতীয় দল থেকে আপাতত বিশ্রাম নিয়েছেন শ্রেয়স(Shreyas Iyer)। সূত্র মারফৎ “এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, শ্রেয়স আইয়ার অজিত আগরকরের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তাঁর পক্ষে নাকি প্রথম শ্রেনির ক্রিকেট খেলাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এমনকি তাঁর পিঠেও ফের একটা সমস্যা দেখা দিয়েছে। সেই কথা বলেই নাকি ভারতীয়-এ দলের ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন তিনি”। আর শ্রেয়সের এমন সিদ্ধান্তের পর থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে জল্পনা। তবে কী সত্যিই এবার টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে চলেছেন শ্রেয়স আইয়ার। কারণ বেশ কয়েকদিন ধরেই টেস্টের মধ্যে নেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষবার ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেছিলেন এই ৩১ বর্ষীয় তারকা ক্রিকেটার। এরপর থেকে আর টেস্ট সিরিজে দেখা যায়নি তাঁকে। সামনেই অবশ্য ঘরের মাঠে টেস্ট সিরিজ। সেখানেও যে আর শ্রেয়সকে দেখা যাবে না তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রেকর্ডের মালিক বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়স। কিন্তু মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। অনুর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার(U-19 Australia) বিরুদ্ধ ওডিআই ম্যাচে নেমেছিলেন তিনি। সেখানেও বিধ্বংসী মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। ভারতীয় যুব ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে গড়লেন ফের নয়া রেকর্ড। তাঁকে নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল। আইপিএল, ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতেও দুরন্ত ফর্মেই এগিয়ে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দল(U-19 India Team)। সেখানে প্রথম ম্যাচে অবশ্য রান করতে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi) ছিলেন বিধ্বংসী মেজাজে। তিনি মাঠে নামা মানেই চার, ছয়ের বন্যা। এদিনও সেই ছবিটাই দেখা গেল এই সূর্যবংশীর ব্যাট থেকে। যতক্ষণ মাঠে থাকলেন, অজি ব্যাটারদের বিরুদ্ধে বাইশগজে শাসন করে গেলেন বৈভব সূর্যবংশী। সেইসঙ্গেই গড়লেন এক নতুন রেকর্ড। যুব ক্রিকেটে এখন ভারতীয় হিসাবে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডের মালিক বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে ৪১টি ছয়ের মালিক বৈভ সূর্যবংশী। তাঁর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদের। ৩৮টি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর রেকর্ড ছাপিয়েই এখন সূর্যবংশীর ছয়ের সংখ্যা ৪১। অনুর্দ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৮ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। সেখানে শুর থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। তাঁর ৭০ রানের এই ইনিংসটা সাজানো রয়েছে পাঁচটা চার এবং ছট ছয় দিয়ে। তাঁর হাত ধরেই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০০ রানের গন্ডীও টপকে গিয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল অনুর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী। সেই সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিকও ছলেন সূর্যবংশীই। পাঁচ ম্যাচের সিরিজে বৈভবের ব্যাটে রান এসেছিল ৩৫৫। সেইসঙ্গে ছিল একটি সেঞ্চুরি ও অর্ধশতরান। অনুর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বিধ্বংসী ফর্মেই রয়েছেন রাহুল দ্রাবিড়ের এই ১৪ বর্ষীয় ছাত্র। আইপিএল থেকেই সকলের নজর কেড়েছিলেন তিনি। সেই থেকেই অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের জার্সি উঠেছিল বৈভবের গায়ে। এই মুহূর্তে ভারতীয় দলের দলের প্রতিটি সিরিজেই নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। সেইসঙ্গে নিজের পারফরম্যান্সও দেখাচ্ছেন এই কিশোর ক্রিকেটার। এখন শুধুই তাঁর ভারতীয় সিনিয়র দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।
নভেম্বরে কোচিতে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া

নভেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে কেরলে খেলতে আসা আর্জেন্টিনার ফিফা ফ্রেন্ডলিতে প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়ার জাতীয় দল! এই খবর জানিয়েছে এশিয়ানেট নিউজ (Asianet News) কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবর জানানো হয়নি। কেরলের রাজ্য ক্রীড়ামন্ত্রকও সরকারিভাবে জানায়নি যে, মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই হচ্ছে। নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত ‘আর্ন্তজাতিক বিরতি’ অনুমোদন করেছে ফিফা (Fifa)। এশিয়ানেট নিউজকে একটি সূত্র জানিয়েছে, কেরলে ফিফা ফ্রেন্ডলি হলে নভেম্বরের ১০ থেকে ১৮-র মধ্যে হবে। আর্জেন্টিনার একজন সাপোর্ট স্টাফ বুধবার কোচিতে পৌঁছবেন ভেন্যু পরিদর্শনের জন্য। কেরলে বিশ্বচ্যাম্পিয়নদের সফর ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। চলতি বছরের আগস্টের শুরুতে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা নাকি আসবে না। তবে মাসের শেষেই সেই জল্পনা কাটিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) ঘোষণা করে, নভেম্বরে ভারতের কেরলে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (AFA) সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘আর্জেন্টিনা জাতীয় দল, লিওনেল স্কালোনির নেতৃত্বে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, আঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরলে আয়োজিত হবে। এরপরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ফুটবলার এখন ইউরোপে লিগ খেলতে ব্যস্ত। মেসিও মেজর লিগ সকার খেলছেন। সেক্ষেত্রে, কেরলে এই ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী দলের কতজন সদস্যকে পাওয়া যাবে বলা যাচ্ছে না। তবে নিশ্চিত হয়েছে ম্যাচটি জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে। আইএসএলে কেরল ব্লাস্টার্সের হোম ম্যাচ যে মাঠে অনুষ্ঠিত হয়।