মোহনবাগান সমর্থকদের আবেদন মেনে সময় বাড়াল আইএফএ

মোহনবাগান(Mohunbagan) সমর্থকদের আবেদনে সারা দিয়ে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) আইএফএ শিল্ড(IFA Shield) খেলার সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বাড়াল আইএফএ। আগামী শনিবার দুপুর দুটো পর্যন্ত মোহনবাগানকে সময় দিল আইএফএ(IFA)। আইএফএ-র শিল্ড নিয়ে ডাকা বৈঠকে যোগ দেয়নি মোহনবাগান(Mohunbagan)। তাদের অংশগ্রহন নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত আইএফএ-র সঙ্গে যোগাযোগ করা হয়নি তাদের তরফে। কিন্তু মোহনবাগান সমর্থকদের আকুল আবেদন তাদের প্রিয় ক্লাব যেন আআইএফএ শিল্ড(Ifa Shield) খেলে। সেইজন্যই তো আইএফএ-কে স্লট রাখার জন্য কাতর আবেদন জানিয়েছে তারা। আইএফএ কথা শুনেছে। মোহনবাগান এবার কী করে সেটাই দেখার। দীর্ঘদিন পর ফের সিনিয়র পর্যায়ে ফিরছে আইএফএ শিল্ড। ফেডারেশনের থেকে স্লট পাওয়ার পরই শিল্ড আয়োজনের কাজে জোর কদমে নেমে পড়েছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু সেখানেই মোহনবাগানকে(Mohunbagan) নিয়ে দেখা দিয়েছে বিরাট অনিশ্চয়তা। কলকাতার যে ক্লাবটার কাছে শিল্ডের গুরুত্ব সবচেয়ে বেশি, সেই মোহনবাগানই খেলবে কিনা বোঝা যাচ্ছে না। আর তাদের এমন আচরণে ক্রমশই যেন ধৈর্যের বাঁধ ভাঙছে সবুজ-মেরুন সমর্থকদের। এর আগে মোহনবাগান সমর্থকরা চিঠি দিয়েছিল ম্যানেজমেন্টকে। কিন্তু কোনও উত্তর আসেনি। প্রিয় ক্লাবের খেলার আশা যাতে থাকে সেই কারণে এবার আইএফএ-কে স্লট রাখার আবেদনও করা হয়েছে। এই বৃহস্পতিবারই ছিল শেষ সময়। কিন্তু তাদের আবেদন মোহনবাগানের জন্য যেন আরেকটু সময় বাড়ানো হয়। কারণ শেষমুহূর্তে যদি খেলার সিদ্ধান্ত হয় তাদের ক্লাবের যেন কোনও সমস্যা না হয়। আইএফএ কথা শুনেছে। শনিবার দুপুর দুটো পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অনির্বাণ দত্তের(Anirban Dutta) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “মোহনবাগান সমর্থকর আমাদের কাছে একটা চিঠি দিয়েছে। তারা বলেছে আমাদের ক্লাব যদি খেলে আইএফএ শিল্ডটা, কারণ এই শিল্ডটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য আপনারা একটা স্লট রাখুন। তাদের আবেগের কথা ভেবে এবং আইএফএ শিল্ডটা তো মোহনবাগানের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাদের লেগাসি, সম্মান জড়িয়ে রয়েছে। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই আমরা সময় সীমা বাড়াচ্ছি। আগামী শনিবার দুপুর দুটো পর্যন্ত আমরা সময় দিচ্ছি। এই পর্যন্ত আমরা সময় দিচ্ছি। তারপর কিন্তু আমরা বন্ধ করে দেব”। আগামী ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে আইএফএ শিল্ড। শেষপর্যন্ত মোহনবাগানকে দেখা যায় কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।
শিল্ডে নেই ডায়মন্ডহারবার, শনিবার সিদ্ধান্ত মহমেডানের

ইচ্ছা থাকলেও যেন উপায় নেই। ঐতিহ্যের আইএফএ শিল্ড(IFA Shield) আবারও সিনিয়র পর্যায়ে হতে চলেছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড(IFA Shield)। কিন্তু সেখানেই অনিশ্চিত মহমেডান স্পোর্টিং(Mohammedan SC)। দেখা যাবে না কলকাতা ফুটবলের নতুন শক্তি ডায়মন্ডহারবার এফসিকেও(DHFC)। কারণ একটাই ফুটবলাররা চলে গিয়েছে। আর এত কম সময়ে আইএফএ-র তরফ থেকে জানানো হয়েছে তার ফলেই ইচ্ছা থাকলেও আইএফএ শিল্ডে খেলা সম্ভব হচ্ছে না কলকাতার দুই ক্লাবের। একইসঙ্গে এখনও অনিশ্চিত মোহনবাগান সুপারজায়ান্টও। মহমেডান স্পোর্টিং(Mohammedan SC) আগামী শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাদেরকে যে সময় চিঠি দেওয়া হয়েছে সেই সময় নাকি ইতিমধ্যেই ফুটবলাররা চলে গিয়েছে। তাদেরকে এত কম সময়ের মধ্যে ফিরিয়ে আনারও কোনও উপায় নেই। বিশেষ করে বাড়তি টাকা খরচ করতে হবে তাদের। যেটা এই মুহূর্তে একেবারেই সম্ভব নয় বলে মনে করছেন কর্তারা। অন্যদিকে ডায়মন্ডহারবার যে খেলবে না তা স্পষ্ট জানিয়েও দিয়েছে। তবে এর জন্য কিন্তু আইএফএ-কে পুরোপুরি দোষারোপ করতে চাইছে না তারা। কারণ ফেডারেশেন তাদের ফুটবল ক্যালেন্ডারের মধ্যে সময় দেওয়ার পরই আয়োজনের জন্য এগিয়েছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু ডায়মন্ডহারবার এবং মহমেডানের পক্ষে নামাটা একেবারেই সম্ভব হচ্ছে না। ডায়মন্ডহারবার এফসির(DHFC) সচিব মানস ভট্টাচার্য জানান, “আমাদের ইচ্ছা থাকলেও এবার আইএফএ শিল্ড খেলা হচ্ছে না। তার কারণ আমাদের সব ফুটবলাররাই চলে গিয়েছে ছুটিতে। তাঁর কারণ আমরা জানিনা আইলিগ কবে হবে। কতদিন আমরা ফুটবলারদের এখানে বসিয়ে রাখব। আইলিগের কোনও নিশ্চয়তা নেই। সেই কারণেই তো ফুটবলাররা আপাতত ফিরে গিয়েছে। তাদের আনতে গেলে বাড়তি ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হবে। কোথায় পাব আমরা। এমন পরিস্থিতিতে আইএফএ শিল্ড হচ্ছে। অবশ্য আইএফএ-রও কিছু করার নেই। ফেডারেশনের তরফ থেকে তারা স্লট পাওয়ার পরই আয়োজন করতে পারছে। এবার শিল্ড হচ্ছে সিনিয়রদের। অত্যন্ত ভালো ব্যপার। কিন্তু আমাদের খেলার উপায় নেই”। এরইরকম কথা মহমেডান কর্তাদেরও। কামারউদ্দিন জানাচ্ছিলেন, “খেলাটা এই মুহূর্তে খুবই কঠিন। কী করে খেলব। আমাদের ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছি। কয়েকদিন আগে আইএফএ থেকে চিঠি দেওয়া হয়েছে। অন্তত কিছুটা সময় নিয়ে যদি জানাত নিশ্চই খেলতাম আমরা। তবুও একটা চেষ্টা চালাচ্ছি। আগামী শনিবারের মধ্যে আশা করছি জানিয়ে দিতে পারব। আইএফএ কর্তার সঙ্গেও কথা হয়ছে। কয়েকটা দিন একটু সময় চেয়েছি”। আইএফএ শিল্ড সিনিয়র পর্যায়ের হয়ে ফিরলেও, সেখানে কলকাতার দুই বড় দল নেই। মোহনবাগানও অনিশ্চিত। এই নিয়েই এখন হৈচৈ বঙ্গ ফুটবল মহলে।
ওয়ার্কলোড নয়, দুটো টেস্টেই খেলবেন জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) কী খেলবেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ। এশিয়া কাপের(Asia Cup) মাঝে এই নিয়েই চলছিল জোর জল্পনা। বিশেষ করে বুমরার(Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই উঠে আসছিল বারবার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া টেস্টেই দেখা যাবে ভারতীয় দলের তারকা পেসারকে। সেইসঙ্গেই সাংবাদিক সম্মেলন করে অজিত আগরকর(Ajit Agarkar) জানিয়েও দিলেন যে দুটো টেস্টেই নাকি ভারতীয় দলের হয়ে খেলকে দেখা যাবে জসপ্রীত বুমরাকে। অর্থাৎ তাঁকে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে তাও বেশ স্পষ্ট। এই মুহূর্তে এশিয়া কাপে(Asia Cup) খেলছেন জসপ্রীত বুমরাহ। সেখানে ইতিমধ্যে বিশ্রামও পেয়ে গিয়েছেন তিনি। আবার ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ টেস্টের মধ্যে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) খেলেছিলেন মাত্র তিনটি টেস্ট। সেই সিরিজ শুরুর আগে থেকেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা শোনা গিয়েছিল। বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে বিস্তর সমালোচনাও অবশ্য হয়েছিল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ। সেখানেও কি ভারতীয় দলের এই তারকাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সব ম্যাচ খেলানো হবে না! এমনই নানান প্রশ্ন উঠছিল। সমস্ত জল্পনার জবাব দিয়ে বুমরাকে দুটো টেস্টেই খেলনোর কথা জানিয়ে দিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দল নির্বাচনের সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুটো টেস্টের জন্য। আর জসপ্রীত বুমরাহ দুটো টেস্টেই খেলার মতো জায়গায় রয়েছেন। আমরাও যেমন বেশ বড়সড় বিরতি পেয়েছি, তেমন বুমরাকেও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলানো হয়নি। অর্থাৎ আমরা যথেষ্ট ভালো বিরতি পেয়েছি। এমনকি এশিয়া কাপের মাঝেও বেশ সময় পেয়েছি আমরা। বুমরাহ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ খেলার জন্য নিজে থেকেই মুখিয়ে রয়েছেন”। চলতি এশিয়া কাপে খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না জসপ্রীত বুমরাহ। তাঁর উকেট ঝুলিও এবার কিন্তু খুব একটা ভর্তি নয়। তবে ভারতীয় দলের প্রধান ভরসা যে তিনি সেটা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরার দুটো ম্যাচ খেলাটা যে বাকি বোলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলাই বাহুল্য।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুভমন গিলের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা ভারতের

এশিয়া কাপের(Asia Cup) মাঝেই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা বিসিসিআইয়ের(BCCI)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে ১৫ সদস্যের দলে ফিরলেন অক্ষর পটেল(Axar Patel), এন জগদীশান। ইংল্যান্ড সিরিজে থাকলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেলেন না করুণ নায়ার(Karun Nair)। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনাও। তবে কী ভারতীয় দলের হয়ে টেস্ট কেরিয়ার কি শেষ হয়ে গেল করুণ নায়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা। কিন্তু সেই দলের আকাশদীপ এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পাননি। তবে ঘরের মাঠে খেলার জন্য স্পিন আক্রমণের ওপর জোর দিয়েছে টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব(Kuldeep Yadav), রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন এবার অক্ষর পটেলও। অর্থাৎ বোঝাই যচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিন আক্রমণের ওপরই ভরসা রাখছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হয়েছিল ভারতকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার স্কোয়াড বেছে নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলে সুযোগ হয়নি করুণ নায়ারের। সেই নিয়েও নিজেদের তরফে যথেষ্ট কারঁ দর্ষিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই। এখানেও কিন্তু পেস আক্রমণে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের ওপরই ভার দেওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোয়াড শুভমন গিল(Shubman Gill), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কল, ধ্রূব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, এন জগদীশান, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না ঋষভ পন্থ। ইংল্যান্ড সিরিজে শুভমন গিলের ডেপুটি ছিলেন তিনি। সেই জায়গাতেই এবার শুভমন গিলের পাশে সহ অধিনায়কের জায়িত্ব সামলাবেন রবীন্দ্র জাদেজা।