পুজোয় ইস্টবেঙ্গলের ছুটি তিন দিন

পুজোয়(Durga Puja) মাত্র তিনদিন ছুটি ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের। সপ্তমী পর্যন্ত প্রস্তুতি সারতে হবে কেভিন, মিগুয়েল, সৌভিক চক্রবর্তীদের(Souvik Chakraborty)। অষ্টমী থেকে দশমী পর্যন্তই ফুটবলারদের ছুটি দিয়েছেন ইস্টবেঙ্গল দলের হেডস্যার অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। একাদশী থেকেই ফের মাঠে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে এখন হাল্কা প্রস্তুতিতেই রয়েছেন ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলাররা। সূত্রের খবর অস্কার নাকি পুজোয় বেশিদিন ছুটি দিতে চাননি প্রস্তুতির জন্য। তবে পরে নাকি তাঁকে বোঝানোর পরই অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি দিয়েছেন তিনি। পুজোর পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে লাল-হলুদ। আইএসএলে নামার আগে অন্তত একটা ট্রফি জিততে মরিয়া ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে ঝাপালেও সেমিফাইনালে থামতে হয়েছিল তাদের। এবার ইস্টবেঙ্গলের সামনে রয়েছে সুপার কাপ। সেখানেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে মরিয়া অস্কার ব্রুজেোঁ(Oscar Bruzovn। সেই কারণে নাকি এবার দুর্গা পুজোয় বেশিদিন ছুটিই দিতে চাননি। কিন্তু কলকাতায় এই সময় পুজোর জোয়ারে গা ভাসান সকলে। এরপরই অস্কারকে বোঝানো হয়েছে। তারপরই নাকি সিদ্ধান্ত বদলেছেন লাল-হলুদের তারকা কোচ। অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি দিয়েছেন তিনি। একেবারে একাদশী থেকেই নেমে পড়বেন প্রস্তুতিতে। অন্যদিকে গচত বৃহস্পতিবারই রাজডাঙা নব উদয় সংঘের পুজো উদ্বোধনে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার সহ তিন বিদেশি ফুটবলাররা। কলকতার এমন পুজো দেখে যে তারাও অভিভূত তা বলার অপেক্ষা রাখে না।
মাঠে যুদ্ধের ইঙ্গিত, নির্বাসনের মুখে হারিস রওফ

আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের(Asia Cup) ফাইনাল। সেখানেই ভারতের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কার মুখে পাকিস্তান। দলের অন্যতম সেরা বোলার হারিস রওফ এবার নির্বাসনের মুখে। খেলার মাঠের যুদ্ধের ইঙ্গিত এবং সমর্থকদের সঙ্গে খারাপ আচরণের জন্য ৩ ম্যাচ নির্বাসিত হতে চলেছেন পাকিস্তানের তারকা পেসার। আর তাতেই ফাইনালেও কার্যত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামতে পারবেন না হারিস রওফ(Haris Rauf)। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচেই বারবার মেজাজ হারাতে দেখা গিয়েছিল হারিস রওফকে(Haris Rauf)। শুধুমাত্র তিনিই নন, পাকিস্তানের ব্যাটাররাও মাঠে খারাপ ইঙ্গিত করেছিল। ব্যটাররা ব্যাট নিয়ে বন্দুকের মতো ঈশারা করেছিল। হারিস রওফও মাঠে যুদ্ধের ইঙ্গিত করেছিল। এরপর সাইড লাইনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে করেছিলেন কটুক্তি। আর এসবই আইসিসির নিয়ম বিরুদ্ধে। তাঁর এমন আচরণের জন্যই বড় শাস্তি দেওয়ার পথে এগোতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পহেলগাম ঘটনার জন্য ইতিমধ্যেই পাকিস্তানকে খেলার মাঠেও কার্যত বয়কট করেছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচেই হ্যান্ডশেক থেকে সৌজন্য বিনিময় বয়কট করেছিল ভারতীয় দল। আর তাতেই রেগে আগুন হয়েছিল পাকিস্তান। তারই প্রতিফলন ধরা পড়েছিল পাক ক্রিকেটারদের মধ্যে। বিশেষ করে হারিস রওফের আচরণ। তিনি স্লেজিংয়ের পাশাপাশি খারাপ আচরণ করেছিলেন। আর সেটাই ভালোভাবে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শোনা যাচ্ছে হারিস রওফকে তিন ম্যাচ নির্বাসনের পাশাপশি ১০০ শতাংশ নাকি ম্যাচ ফি কাটতে চলেছে। আর এমনটা হলে যে ফাইনালেও নামতে পারবেন না রওফ তাও স্পষ্ট। পাকিস্তান যে ফাইনালে নামার আগেই চাপে পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ফাইনালে নামার আগে শ্রীলঙ্কা ম্যাচই প্রস্তুতি মঞ্চ সূর্যদের

এশিয়া কাপে(Asia Cup) দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল(India Team)। এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। আর কয়েক ঘন্টা পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে তারা। ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তার আগে শ্রীলঙ্কার(Srilanka) বিরুদ্ধে এই ম্যাচ যে ভারতীয় দলের(India Team) কাছে ড্রেস রিহার্সাল তা বেশ স্পষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেই নিজেদের শক্তি ও দুর্বলতা দেখে নিতে চাইছে ভারতীয় শিবির। বিশেষ করে দলের বোলিংটাই যে এখন ভারতকে খানিকটা ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে গ্রুপ পর্ব এবং সুপার ফোর দুই জায়গাতেই জিতেছে ভারত(India Team)। কিন্তু এবার ফাইনালে নামতে হবে তাদের। সেই ম্যাচে নামার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচকে কার্যত নিজেদের প্রস্তুতি পর্ব হিসাবে দেখছেন সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। তবে এই মুহূর্তে দলের বোলিং লাইনআপের ওপরই রয়েছে সবচেয়ে বেশি নজর। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামার আগে কোনওরকম খামতি রাখতে চাইছে ভারতীয় শিবির। এই এশিয়া কাপে(Asia Cup) অভিষেক শর্মা, তিলক বর্মারা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলিংটা কিন্তু বারবারই সমস্যায় ফেলেছে টিম ইন্ডিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরেও খারাপ বোলিংয়ের জন্য প্রতিপক্ষ ১৭০ রানের গন্ডী টপকে গিয়েছিল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে একটা। সেই জায়গায় এই ম্যাচে ফের একবার দেখা যেতে পারে অর্শদীপ সিংকে(Arshdeep Singh)। যদিও সেভাবে তিনি পারফরম্যান্স দেখাতে পারেননি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই অর্শদীপের ওপরই ভরসা রাখছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে অপরাজিত তকমা অক্ষুন্ন রেখেই ভারতীয় দল এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।
শিলিগুড়িতেও সাফল্য ইউনাইটেড স্পোর্টসের

চাঁদমণি ইউনাইটেড স্পোর্টস ফুটবল অ্যাকাডেমি। চাঁদমণি আদিবাসী স্পোর্টিং ক্লাবের সঙ্গে ইউনাইটেড স্পোর্টসের সংযুক্তিকরণে তৈরি হয়েছে এই অ্যাকাডেমি। মাত্র একবছরের পথ চলাতেই সাফল্য। বৃহস্পতিবার নকশালবাড়ি রায়পাড়া আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল তাদের সিনিয়র দল। ২-১ গোলে হারাল বাগডোগরা কাদোপানিকে। একইদিনে, চাঁদমণির অনূর্ধ্ব-১৫ দলও গ্রুপ পর্বে হেরে গেল ওয়ারিয়র কাপে। ইউনাইটেড স্পোর্টসের তরফে অ্যাকাডেমির দায়িত্বে থাকা মলয় বাগচী বললেন, “সবে একবছর বয়স এই অ্যাকাডেমির। এরই মধ্যে ছেলেরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে। এর আগে একটা পুলিশের টুর্নামেন্টেও ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল। ভাল লাগছে দেখে যে উন্নতি হচ্ছে ছেলেদের।” মুর্শিদাবাদের বেলডাঙার মত শিলিগুড়িতেও ইউনাইটেড স্পোর্টসের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য একটাই। তাদের মূল দলের সাপ্লাই লাইন তৈরি করা। ক্লাবের ডিরেক্টর নবাব ভট্টাচার্য বলছেন, “অ্যাকাডেমি গুলোয় প্রতিভাবান ছেলেদের কোচ স্পট করলেই তারপর তাদের সরাসরি কল্যাণীতে পাঠিয়ে দেওয়া হবে আমাদের আবাসিক অ্যাকাডেমিতে। যেখানে আমাদের চিফ কোচ লালকমল ভৌমিকের পর্যবেক্ষণে ওরা বেড়ে উঠবে।” নকশালবাড়ি রায় পাড়ার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া চাঁদমণির দুটি আদিবাসী ছেলেকে ইতিমধ্যেই মনে ধরেছে অ্যাকাডেমির কোচ অভিজিৎ সান্যালের। অভিজিৎ টোপ্পো আর রাজেশ মুন্ডা। আগামিদিনে বাংলার ফুটবলের মূল স্রোতে এদের হয়ত দেখা যাবে।
মরশুম শেষে অবসরের ঘোষণা সের্জিও বুসকেৎসের

সের্জিও বুসকেৎস (Sergio Busquets)। ৩৭ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার (Spanish midfielder) বৃহস্পতিবার জানিয়ে দিলেন এই মরশুমের শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন। ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। আমি গর্বিত, কৃতজ্ঞও সমস্ত ফুটবল সমাজের কাছে। আমার আর কিছু পাওয়ার নেই ফুটবল থেকে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’ বার্সেলোনার স্বর্ণযুগের ফুটবলার তিনি। বার্সেলোনার জার্সিতে ৯টা লা লিগা খেতাব এবং ৩টে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব তার ঝুলিতে। দেশের হয়ে ১৪৩টা ম্যাচ খেলেছেন বুসকেৎস। দেশের হয়ে ২০১০-এর বিশ্বকাপ আর ২০১২-র ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই তার খ্যাতি ছিল। ২০২২-এ আন্তর্জাতিক ফূটবল থেকে অবসর নেওয়ার পর ২০২৩-এ বুসকেৎস যোগ দেন ইন্টার মায়ামিতে (Inter Miami), তার পুরোনো বন্ধু লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে। এই মরশুমে এখনও পর্যন্ত মায়ামির হয়ে ২৮টা ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ৮টা অ্যাসিস্ট রয়েছে। হলুদ কার্ড দেখেছেন ৪টে। মায়ামির কোচ, আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার হাভিয়ের মাসচেরানো গত সপ্তাহেই বলেছেন, “এখনও ৩৭ বছর বয়সেও ইন্টার মায়ামির মাঝমাঠের প্রধান শক্তি সের্জিও বুসকেৎস। যে গতিতে ওঠানামা করে সেটা তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। যে দক্ষতায় এখনও পজিশন বদলায় এবং বিপক্ষের প্রতিআক্রমণকে মাঝমাঠে থামিয়ে দেয় সেটা ঈর্ষণীয়।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাদ পড়ে করুণ নায়ারের মন্তব্যঃ ‘ভেবেছিলাম শেষ টেস্টের হাফসেঞ্চুরিটা নির্বাচকরা মনে রাখবেন’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজ়ের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার, তাতে খুব বড় চমক নেই বললেই চলে। করুণ নায়ার ইংল্যান্ড সিরিজ় কামব্যাক করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ। তাঁকে এই সিরিজ়ের জন্য ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন সহায়ক ভারতীয় পরিবেশে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে অক্ষর পটেলকে দলে রাখা হয়েছে। বাদ পড়েছেন করুণ নায়ার। সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে বলেছেন, “ভেবেছিলাম, ইংল্যান্ড সিরিজে শেষ টেস্টে, যেটা ভারত জিতেছিল, আমি ৫৭ রানের একটা ইনিংস খেলেছিলাম। ভেবেছিলাম সেই ইনিংসের কথা নির্বাচকরা মনে রাখবেন। আমার কিছু বলার ভাষা নেই।” প্রধান নির্বাচক অজিত আগরকর অবশ্য জানিয়েছেন তারা নায়ারের কাছে আরও ভাল পারফরম্যান্স আশা করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে নায়ারের মোট রান ২০৫। আর শেষ টেস্টে তিনি করেছিলেন ৫৭। আগরকর একইসঙ্গে বলেছেন যে দেবদত্ত পাল্লিকলের পারফরম্যান্স উপেক্ষা করা সম্ভব নয়। তবে উল্লেখযোগ্য বিষয় আরও একটি আছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে অভিমন্যু ঈশ্বরণও নেই! জাতীয় দলের হয়ে তার এখনও অভিষেকই হয়নি। তাও তাকে এই সিরিজে দলেই রাখা হল না।
গুরুতর চোটে হুইলচেয়ারে মাঠ ছাড়লেন পেসার! বিশ্বকাপের আগে ধাক্কা হরমনপ্রীতদের

এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ (ODI World Cup)। তার আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুতরভাবে চোট পেলেন দলের অন্যতম পেসার অরুন্ধতী রেড্ডী। তাঁর বাঁ হাটুতে এতটাই লেগেছে যে হুইলচেয়ারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে তাঁকে। অরুন্ধতীর বিশ্বকাপে খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। অরুন্ধতীর বলে সোজা শট মারেন ইংল্যান্ডের ব্যাটার হেথার নাইট (Hethar Knight)। ক্যাচ ধরার চেষ্টা করেন অরুন্ধতী। কিন্তু পা সরাতে পারেননি তিনি। বল গিয়ে সোজা তাঁর বাঁ পায়ের হাঁটুতে লাগে। মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অরুন্ধতীকে। ছুটে আসেন ফিজিয়ো। মাঠে কিছু ক্ষণ চিকিৎসা চলে তাঁর। ফিজিয়ো জানিয়ে দেন, আর খেলতে পারবেন না ভারতীয় পেসার। প্রথমে কয়েক জন ক্রিকেটার অরুন্ধতীকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাঁটুতে এতটাই লেগেছিল যে বাঁ পা মাটিতে ফেলতে পারছিলেন না তিনি। ফলে হুইলচেয়ারে করে অরুন্ধতীকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। চোট পাওয়ার আগে ৪.৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন অরুন্ধতী। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মহিলাদের আইপিএলের দুই মরসুমে ভাল বল করার সুবাদে গত বছর ভারতের এক দিনের দলে অভিষেক হয়েছিল অরুন্ধতীর। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে সেটাই অরুন্ধতীর সেরা বোলিং পরিসংখ্যান। ভারতের ১৫ জনের বিশ্বকাপের দলে যে চার পেসার রয়েছেন তাঁদের মধ্যে অরুন্ধতী এক জন। স্ট্যান্ড বাই হিসাবে সায়ালি সাতঘরে অবশ্য রয়েছেন। এখন দেখার, অরুন্ধতীর চোট খতিয়ে দেখে কী বলেন চিকিৎসকেরা। প্রস্তুতি ম্যাচ ভাল যায়নি ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৩ রানে হেরেছে তারা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় অবশ্য স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরেরা ব্যাট করেননি।