জুরেল-জাদেজার হাত ধরে রানের পাহাড়ে ভারত

ধ্রুব জুরেল(Dhruv Jurel), রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) হাত ধরে দ্বিতীয় দিন রানের পাহাড়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলারদের পর বিধ্বংসী মেজাজে ভারতীয় ব্যাটাররাও। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। লিড ২৮৬ রানের। তৃতীয় দিন যে এই অঙ্কটা অনেকটাই বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে ১০৪ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তাঁর সঙ্গে ৯ রানে দাঁড়িয়ে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে সেঞ্চুরি ইনিংস হাঁকিয়েছিলেন ভারতীয় দলের তারকা কেএল রাহুল(KL Rahul)। তবে দ্বিতীয় দিন তাঁকে ১০০ রানেই। মাঝে শুভমন গিলের একটা অর্ধশতরানের ইনিংস। যদিও ভারতকে চাপে ফেলার জন্য তা যথেষ্ট ছিল না। ধ্রুব জুরেল(Dhruv Jurel) এদিন দুরন্ত ফর্মে ছিলেন। ভারতীয় হিসাবে টেস্টের মঞ্চে দ্রুততম সেঞ্চুরিও করার রেকর্ড গড়েছেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তাদের হাত ধরেই ভারত তখন বড় রানের পথে এগোতে থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তোলাই ছিল ভারতীয় ব্যাটারদের প্রধান লক্ষ্য। ১২৫ রানের ইনিংস খেলে ধ্রুব জুরেল(Dhruv Jurel) যখন সাজঘরে ফেরেন সেই সময় ভারতীয় দলের রান ৪২৪। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিছুক্ষণের মধ্যেই সেঞ্চুরি করেন তিনিও। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন এই তারকা ক্রিকেটার। সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।
লক্ষ্মী পুজোর পরই শহরে ইস্টবেঙ্গলের হিরোশি

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই শহরে পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি হিরোশি ইবুসুক(Hiroshi Ibusuki)। লক্ষ্মী পুজোর পরই কলকাতায় পৌঁছচ্ছেন লাল-হলুদের(Eastbengal) জাপানিজ তারকা ফুটবলার হিরোশি। শোনা যাচ্ছে তাঁর ভিসা সমস্যা মেটার পথে। ইতিমধ্যেই সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। পরিবার নিয়ে লক্ষ্মী পুজোর(Laxmi Puja) পরই কলকাতায় চলে আসছেন এই তারকা ফুটবলার। তাঁকে নিয়ে এখন থেকেই প্রহর গুনতে শুরু করেছে অসংখ্য লাল-হলুদ সমর্থকরা। মাধি তালালকে(Madih Talal) ছাড়ার পরই সুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। ইস্টবেঙ্গল(Eastbengal) কোন নতুন বিদেশি ফুটবলার নেবে। সেই সময় অবশ্য খুব একটা বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। অস্কারের তালিকা মতোই অস্ট্রেলিয়ার এ লিগ থেকে এই তারকা ফুটবলারকে তুলে নিয়েছিল লাল-হলুদ ম্যানেদমেন্ট। হিরোশির(Hiroshi Ibusuki) প্রোফাইল দেখে অনেকেই বেশ হতবাক হয়েছিল। এ লিগে দাপিয়ে খেলেছেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। সেখানেই ম্যাকলরেন, অলড্রেডদের বিরুদ্ধে খেলা এবং গোলা করার বহু নজির রয়েছে তাঁর। সেই জাপানিজ ফুটবলারকে নেওয়ার পর থেকেই হৈচৈ পড়ে গিয়েছিল। একইসঙ্গে শুরু হয়ে গিয়েছিল তিনি কবে আসবেন তা নিয়ে নানন আলোচনা। অবশেষে আগামী সপ্তাহেই কলকাতায় পৌঁছতে চলেছেন এই তারকা জাপানি ফুটবলার। তাঁর ভিসা পেতে দেরি হচ্ছিল। আসলে পরিবার নিয়ে শহরে আসবেন হিরোশি ইবুসুকি। সেইজন্যই ই-ভিসা নয়, পেপার ভিসারই আবেদন করা হয়েছিল। তাতেই খানিকটা সময়ে লেগে গিয়েছে। বিশেষ করে ছুটির মরসুম পড়ে যাওয়াতেই এমনটা হয়েছে। তবে কথাবার্তা হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই মিটতে চলেছে ভিসা সমস্যা এবং লক্ষ্মী পুজোর পরই শহরে আসতে চলেছেন হিরোশি ইবুসুকি। পুজোর পরই হবে আইএফএ শিল্ড। তার মাঝেই অবশ্য চলে আসছেন তিনি। সেখানে অবশ্য হিরোশিকে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। তবে অস্কার ব্রুজোঁ তো সবসময়ই চমক দিতে ভালোবাসেন। বিশেষ করে ডার্বিতে মুখোমুখি হলে তাঁকে দলে দেখলে খুব একটা হয়ত এবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
গাভাসকরের রেকর্ড ছুঁলেন শুভমন গিল

২০২৫ সালে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল(Shubman Gill)। অধিনায়ক হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধেও একই ধারা বজায় রেখেছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। ওয়স্ট ইন্ডিজের বিরুদ্ধেই ছুঁয়ে ফেললেন ভারতের আরেক কিংবদন্তী সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) রেকর্ড। ঘরের মাঠে টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেকেই গড়লেন বিরাট নজির। বিরাট, সচিনদের(Sachin Tendulkar) টপকে সুনীল গাভাসকরের পরেই নিজেপ জায়গা করে নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন শুভমন গিল(Shubman Gill)। যদিও সেই রানকে সেঞ্চুরীতে পর্ণত করতে পারেননি তিনি। তবে গিলের ব্যাট থেকে এসেছে বিরাট রেকর্ড। আর তাতেই আপ্লুত সকলে। ঘরের মাঠে অধিনায়ক হিসাবে এই ম্যাচটাই ছিল গিলের(Shubman Gill অভিষেক। সেখানেই গড়লেন এই বিরল নজির। সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে অভিষেক টেস্টেই অর্ধশতরান করলেন তিনি। তবে বড় রান করতে পারেননি শুভমন গিল। ৫০ রানেই সাজঘরে ফিরতে হয়ছিল এই তারকা ব্যাটারকে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেকটা হয়েছিল শুভমন গিলের। প্রথম দিন থেকেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর চওড়া ব্যাট থেকে এসেছিল একের পর এক বড় রান। দ্বিশতরানের ইনিংসও খেলেছিবেন গিল। সেই ধারা কিন্তু ঘরের মাঠেও ঘরে রাখলেন তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। কেএল রাহুল, ধ্রুব জুরেলদের পাশাপাশি উজ্জ্বল ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলও। সুনীল গাভাসকরের পাশে নিজের নাম লিখে ফেললেন এই তারকা ক্রিকেটার।