অস্ত্রোপচার হবে না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফিরছেন হার্দিক

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই ভারতীয়(India) শিবিরে স্বস্তির খবর। অস্ত্রপচার করাতে হবে না হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya)। ঘরের মাঠে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই(ODI) সিরিজে খেলতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আপাতত তাঁকে চার সপ্তাহের রিহ্যাব সারতে হবে। এরপরই মাঠে নামার জন্য হার্দিক(Hardik Pandya) প্রস্তুত হয়ে যাবেন বলেই শোনায্চ্ছে। এই সংবাদ যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সত্যিই স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপ ফাইনালের আগেই বাঁ পায়ের পেশীতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। এর ফলে ফাইনালেও নামতে পারেননি তিনি। যদিও এশিয়া কাপ জিততে ভারতীয় দলের খুব একটা অসুবিধা হয়নি। এবার ঘরের মাঠে হতে চলা দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সিরিজেও নামতে চলেছেন তিনি। ঘরের মাঠে ভারতের কাছে এই সিরিজ যে ভারতের কাছে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তিনটি ওডিআই ও চারটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya) চোট পাওয়ার পর থেকেই তাঁর মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বাঁ পায়ের পেশীতে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণেই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওডিআই সিরিজে এই তারকা ক্রিকেটারকে দলে রাখা যায়নি সেই কথাও জানিয়ে দিয়েছিলেন অজিত আগরকর(Ajit Agarkar)। কয়েকদিন আগেই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেখানেই তাঁর নানান পরীক্ষা নীরিক্ষা হয়েছে। এরপরই বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন যে হার্দিকের কোনওরকম অস্ত্রপচারের প্রয়োজন নেই। তবে হার্দিকের পুরোপুরি সেরে উঠতে এখনও পর্যন্ত চার সপ্তাহ লাগবে বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে বোর্ডের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর রিহ্যাব আপাতত শুরুও হয়ে গিয়েছে। তবে দিওয়ালির জন্য কয়েকদিনের ছুটি নিয়েছেন হার্দিক পান্ডিয়া। দুদিনের মধ্যেই আবার বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দেবেন হার্দিক।
অ্যাডিলেডে বিরাটের সামনে নতুন ইতিহাসের হাতছানি

অ্যাডিলেডে(Adeleide) ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেখানেই আবার নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি(Virat Kohli)। অ্যাডিলেডে প্রথম ভারতীয় ক্রিকেটার তো বটেই, প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে এক হাজার রানের হাতছানি বিরাট কোহলির(Virat Kohli) সামনে। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে অ্যাডিলেডের মাটিতে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৯৭৫ রান। নিজের নতুন মাইলস্টোনের থেকে আর মাত্র ২৫ রান দূরে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজ দিয়েই ফের দেশের জার্সিতে মাঠে ফিরেছেন বিরাট কোহলি(Virat Kohli)। যদিও প্রথম ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। বিরাটের সেই পারফর্ম্যান্স নিয়েও এই মুহূর্তে শুরু হয়েছে নানান জল্পনা, সমালোচনা। এবার সেই বিরাট কোহলির সামনেও রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ইতিমধ্যেই অবশ্য অ্যাডিলেডে ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজদের টপকে গিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে বহু রেকর্ডই গড়েছেন তিনি। এবার এক বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রথম ম্যাচে বিরাট কোহলির আউটের বল নিয়েও শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। যদিও এখনও পর্যন্ত দুটো ম্যাচ রয়েছে বিরাট কোহলির সামনে। আর অস্ট্রেলিয়া বরাবরই বিরাট কোহলিকে সাফল্য দিয়েছে। এবার অ্যাডিলেডে নামবেন তিনি। সেখানেই বিরাট কোহলির ব্যাটে নতুন ইতিহাস তৈরি হয় কিনা সেটাই দেখার।