সিদ্ধান্তটা গতকালই হয়ে গিয়েছিল, অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। গত বছরের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল(Eastbengal)। শনিবার সরকারীভাবে ঘোষণা করল আইএফএ(IFA)। রানার্স হল ডায়মন্ডহারবার এফসি। পুজোর আগেই সুখবর ইস্টবেঙ্গল(Eastbengal)। আগামী সোমবার ইস্টবেঙ্গল ড্র করতে পারলেই এই মরসুমেও চ্যাম্পিয়ন ঘোষিত হবে। অর্থাত্ বলাই যায় যে জোড়া সেলিব্রেশনের সামনে রয়েছে লাল-হলুদ শিবির।
গত শুক্রবারই আলিপুর জেলা আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। সেইসময়ই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার ব্যপারে যে কোনওরকম অসুহবিধা নেই তা পরিস্কার করে দেওয়া হয়েছিল। তবে সরকারী ভাবে আইএফএ ঘোষণাটা করতে পারেনি। সরকারীভাবে জানার পরই শনিবার ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিমায়ক সংস্থা। এতেই এখন খুশির আবহ লাল-হলুদ শিবিরের অন্দরে।
গতবারের চ্যাম্পিয়ন ঘোষণা না হওয়ার পরও এবারের লিগ চালু করা নিয়ে নানান সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল আইএফএ-কে। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে তাদের কোনও ঘোষণা করার উপায় ছিল না। এমনটা হলে আদালত অবমাননার আওতায় পড়তে হত। তবে ডায়মন্ডহারবারের মামলার পাল্টা তারা কলকাতা হাইকোর্টে গিয়েছিল। সেখানেই গতবার আইএফএ-র পক্ষে রায় যায়। শনিবার আদালতের নির্দেশিকা সরকারীভাবে পাওয়ার পরই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করল আইএফএ।







