পুজোয়(Durga Puja) মাত্র তিনদিন ছুটি ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের। সপ্তমী পর্যন্ত প্রস্তুতি সারতে হবে কেভিন, মিগুয়েল, সৌভিক চক্রবর্তীদের(Souvik Chakraborty)। অষ্টমী থেকে দশমী পর্যন্তই ফুটবলারদের ছুটি দিয়েছেন ইস্টবেঙ্গল দলের হেডস্যার অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। একাদশী থেকেই ফের মাঠে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে এখন হাল্কা প্রস্তুতিতেই রয়েছেন ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলাররা। সূত্রের খবর অস্কার নাকি পুজোয় বেশিদিন ছুটি দিতে চাননি প্রস্তুতির জন্য। তবে পরে নাকি তাঁকে বোঝানোর পরই অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি দিয়েছেন তিনি। পুজোর পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে লাল-হলুদ।
আইএসএলে নামার আগে অন্তত একটা ট্রফি জিততে মরিয়া ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে ঝাপালেও সেমিফাইনালে থামতে হয়েছিল তাদের। এবার ইস্টবেঙ্গলের সামনে রয়েছে সুপার কাপ। সেখানেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে মরিয়া অস্কার ব্রুজেোঁ(Oscar Bruzovn। সেই কারণে নাকি এবার দুর্গা পুজোয় বেশিদিন ছুটিই দিতে চাননি। কিন্তু কলকাতায় এই সময় পুজোর জোয়ারে গা ভাসান সকলে।
এরপরই অস্কারকে বোঝানো হয়েছে। তারপরই নাকি সিদ্ধান্ত বদলেছেন লাল-হলুদের তারকা কোচ। অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি দিয়েছেন তিনি। একেবারে একাদশী থেকেই নেমে পড়বেন প্রস্তুতিতে।
অন্যদিকে গচত বৃহস্পতিবারই রাজডাঙা নব উদয় সংঘের পুজো উদ্বোধনে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার সহ তিন বিদেশি ফুটবলাররা। কলকতার এমন পুজো দেখে যে তারাও অভিভূত তা বলার অপেক্ষা রাখে না।







