ম্যাচের ভবিষ্যতটা শুক্রবারই ঠিক হয়ে গিয়েছিল। শনিবার কয়েক ঘন্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় তুলে নিল টিম ইন্ডিয়া(India Team)। ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ১৪০ রানে জয় তুলে নিল ভারত। ব্যাটের পর বল হাতেও দুরন্ত ফর্মে রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটরদের এদিন মাথা তুলে দাঁড়ানোর কোনওরকম সুযোগই দেননি ভারতীয় দলের বোলাররা।
গত শুক্রবারই ধ্রুব জুরেল(Dhruv Jurel) এূবং রবীন্দ্র জাদেজার(Ravindra Jdeja) ব্যাটে এসেছিল জোড়া সেঞ্চুরি। সেই সময়ই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। তৃতীয় দিন অবশ্য আর ব্যাট হাতে মাঠে নামেনি টিম ইন্ডিয়া। ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। সেই সময়ই ভারতের লি়ডের সংখ্যাটাও ছিল বিরাট।
২৮৬ রানের লিড নিয়েই মাঠে মেমেছিল ভারতীয় দল। আর সেখানে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের বোলাররা। শুরু থেকেই মাঠে ছিল স্পিনের জাদু। তবে শুরুটা হয়েছিল মহম্মদ সিরাজের(Mohammed Siraj) হাত ধরেই। ওপেনিং জুটিই ভাঙেন তিনি। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল ভারতের ভয়ঙ্কর আক্রমণ।
মহম্মদ সিরাজ একাই তুলে নেন তিন উইকেট। সেইসঙ্গে ক্যাম্পবেল, কিং এবং শাই হোপদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্র জাদেজা। কার্যত মধ্যাহ্নভোজের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়টা তুলে নিয়েছে ভারত।







