ঐতিহ্যের আইএফএ শিল্ড(IFA Shield)। এই শিল্ডের গুরুত্ব অন্যান্য যেকোনও ক্লাবের থেকে মোহনবাগানের(MBSG) কাছে অনেক বেশি। আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচে নামবে তারা। কিন্তু সেখানেই অনুশীলনে অনুপস্থিত মোহনবাগানের দুই তারকা ফুটবলার জেমি ম্যাকলরেন(Jamie Maclaren) এবং জেসন কামিন্স(Jason Cummins)। ফেরার বিমান ধরতে পারেননি তারা। আর তাতেই কার্যত ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। দুই ফুটবলারেরই পেশাদায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন তারকা ফুটবলার।
দীর্ঘ টাল বাহানার পর মোহনবাগান সুপারজায়ান্ট নামছে আইএফএ শিল্ডের(IFA Shield) ম্যাচে। আগামী ৯ অক্টোবর তাদের প্রথম ম্যাচ। হোসে মোলিনার কোচিংয়ে সোমবার থেকে তারই প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু সেখানেই যোগ দিলেন না জেমি ম্যাকলরেন(Jamie Maclaren) এবং জেসন কামিন্স(Jason Cummins)। এই মুহূর্তে মোহনবাগানের সেরা দুই ফুটবলার তারাই। কেন তারা আসেননি সেই খোঁজ নিতেই কার্যত সকলে হতবাক।
দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভিয়েতনাম থেকে ফিরতে পারলেন না কামিন্স ও ম্যাকলরেন(Jamie Maclaren)। দক্ষিণ কোরিয়ায় ছুটি কাটাচ্ছিলেন দুই তারকা ফুটবলার। শোনা যাচ্চে ফেরার বিমান নাকি মিস করেছেন তারা। এর ফলেই পিছিয়ে গিয়েছে তাদের ফেরার সময়। এমন কথা শোনার পরই দুই ফুটবলারের পেশাদায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন মানস ভট্টাচার্য।
তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে মানস ভট্টাচার্য জানান, “এমনটা কী করে করে তারা। পেশাদার ফুটবলারদের থেকে এমনটা আশা করা যায় না। তারা তো জানত যে অনুশীলনের সূচি তৈরি হয়ে গিয়েছে। আর কী করা যাবে, ৯ তারিখ ম্যাচ, আগামীকালই হয়ত তারা চলে আসতে পারবেন”।
আইএফএ শিল্ড ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই মোহনবাগান প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







