বৃহস্পতিবার রাতেই শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। সবকিছু ঠিকঠাক চললে আগামী শনিবার থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে শিল্ডের(IFA Shield) প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই এই তারকা জাপানিজ ফুটবলারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তবে অস্কার(Oscar Bruzon) এখন তাঁর দিকেই চেয়ে রয়েছে। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল জিতলেও অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) যে খুব একটা খুশি নন, তা ড্রেসিংরুমে ফিরেও বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ফুটবলারদের সাফ বার্তা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড স্যার।
শ্রীনিধির পারফর্ম্যান্স ভুলে তাদের পারফরম্যান্স যে আরও ভালো করতে হবে সেই বার্তা দিয়েছেন লাল-হলুদ কোচ। সামনে রয়েছে নামধারী। শ্রীনিধির বিরুদ্ধে যেসমস্ত ভুল ভ্রান্তি গুলো হয়েছে, সেগুলো যাতে নামধারীর বিরুদ্ধে না হয় সেই কথাই ফুটবলারদের ভালো ভাবে বলে দিয়েছেন অস্কার(Oscar Bruzon)। আগামী শনিবার থেকে প্রস্তুতি শুরু করবে লাল-হলুদ ব্রিগেড।
ধারেভারে ইস্টবেঙ্গলের(Eastbengal) থেকে বহু পিছিয়ে থেকেই নেমেছিল শ্রীনিধি। লাল-হলুদ কোচ তাঁর পূর্ণশক্তির দল নামিয়েছিলেন। তার আশা ছিল অন্তত ছয় থেকে সাত গোলে ম্যাচ জেতা। যদিও সেটা হয়নি। ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছিল চার গোলে। আর সেটাই ঠিক মেনে নিতে পারছেন না লাল-হলুদের কোচ। ম্যাচ শেষেই দলের খেলায় যে তিনি খুশি নন সেই কখা জানিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।
ফুটবলারদের উদ্দেশ্যেও দিয়েছেন বিশেষ বার্তা। ম্যাচ জয়ের জন্য অবশ্যই তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, কিন্তু সেই সঙ্গেই ফুটবলারদের পারফরম্যান্সের মান আরও উন্নত করার কথাও স্পষ্ট করে বলে দিয়েছিল অস্কার। নামধারীর বিরুদ্ধে আরও ভালোভাবে যাতে জয় আসে সেই কথাই বলে দিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলারদের।
এই মঞ্চটাকে অস্কার ব্রুজোঁ সুপার কাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে দেখছেন। সুপার কাপে নামার আগে নিজেদের শক্তি থেকে দুর্বলতা ভালো ভাবে দেখে নিতে চাইছেন লাল-হলুদ কোচ। সেখানেও কোনওরকম ভুল মেনে নিতে পারছেন না তিনি। তবে বৃহস্পতিবার রাতেই শহরে চলে আসছেন হিরোশি ইবুসুকি। তাঁকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, তেমনই অস্কার ব্রুজোঁও তাঁকে নিয়েই আশায় বুক বেঁধেছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







