ওয়েস্ট ইন্ডজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই ফর্মে ফিরলেন ভারতীয় দলের তরুণ তারকা যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। সেইসঙ্গেই গড়লেন এক বিরাট নজিরও। ডন ব্র্যাডম্যান(Don Bradman), সচিন তেন্ডুলকরদের(Sachin Tendulkar) সঙ্গে এক তালিকায় নাম তুললেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসেই দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। সেটাও আবার একেবারেই যশস্বী জয়সওয়ালের(Yashasvi Jaiswal) নিজস্ব স্টাইলে। তাঁক সেঞ্চুরি নিয়েই এখন শোরগোল ভারতীয় ক্রিকেট মহলে।
শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। সেই পারফরম্যান্সের পর থেকেই গ্রাফটা খানিকটা পড়তে শুরু করেছি যশস্বী। এমনকি সম্প্রতি টেস্ট ব্যাটারদের ক্রিম তালিকায় নিজের জায়গাও হারিয়েছিলেন যশস্বী। পাঁচ নম্বর থেকে সাত নম্বরে নেমে গিয়েছিলেন তিনি। একের পর এক ব্যর্থতার জন্যই এমনটা হয়েছিল। অবশেষে ফর্মে ফিরলেন ভারতীয় দলের এই তরুণ তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেই সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি। তাও আবার ১৪৫ বল খেলেই সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। এই সেঞ্চুরির সঙ্গেই স্যার ডন ব্র্যাডম্যানের তালিকায় নিজের নাম তুললেন এই তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ বছর বয়সের আগেই সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় নিজের নাম তুললেন তিনি। এখনও পর্যন্ত এই তালিকায় ১২ সেঞ্চুরি করে শীর্ষস্থানে রয়েছেন ডন ব্র্যাডম্যান।
তাঁরপরই ১১টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিন নম্বরেই নিজের জায়গা করে নিলেন ভারতীয় দলের এই তরুণ সেনসেশন। টেস্ট কেরিয়ারে সাতটি সেঞ্চুরি করে ফেললেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে একই তালিকায় রয়েছেন অ্যালেস্টার কুক, কেন উইলিয়ামসনদের মতো তারকা ক্রিকেটাররাও।
ক্রিজে অপরাজিতই রয়েছেন যশস্বী জয়সওয়াল। দেড়শো রানের গন্ডী ইতিমধ্যেই পার করে ফেলেছেন তিনি। যশস্বীকে নিয়ে এখন সকলে দ্বিশতরানের আশাতেই রয়েছে।







