আইএফএ-র(IFA) সঙ্গে হাত মিলিয়ে বাংলার ফুটবলের স্বার্থে বিরাট উদ্যোগ শ্রাচীর(Srachi Sports)। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। সেইসঙ্গেই ঘোষণা হয়ে গেল বহু প্রতীক্ষিত এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নামও। কিংবদন্তী জার্মান ফুটবলার লোথার ম্যাথুজের(Lother Mathews) নাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করল শ্রাচী স্পোর্টস(Srachi Sports)। জার্মানির কিংবদন্তী ফুটবলারের হাত ধরেই এবার বাংলার ফুটবলারদের ভাগ্য বদল হতে চলেছে। আইএফএ-র সঙ্গে ১০ বছরের চুক্তিতে পথ চলতে শুরু করল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল শিল্ড ফাইনালের ঠিক ২৪ ঘন্টা আগে। বাংলার ফুটবলার তুলে আনার স্বার্থেই শুর হচ্ছে এই প্রতিযোগিতা। সম্পূর্ণ আইপিএলের ধাঁচে তৈরি হয়েছে লিগের খেলার সূচী। প্রাথমিক ভাবে ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। তাদেরই প্রতিনিধিত্ব করবেন আটটি জেলা।
শিলিগুড়ি, মালদা, বোলপুর, দুই চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলীর মতো জেলা গুলোই প্রতিনিধিত্ব করবে একেকটি ফ্র্যাঞ্চাইজিকে। একেবারে আইপিএলের মতো ধাচেই হবে এই বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। সেইসঙ্গে বাংলার ফুটবলারদের প্রাধান্য দেওয়ার জন্য থাকছে বিশেষ নিয়মও। দুটোর বেশি যেমন বিদেশি খেলানো যাবে না। তেমনই জাতীয় স্তরের ফুটবলারও মাঠে দুজনের বেশি নামানো যাবে না। বাকি সবই খেলাতে হবে বাংলার ছেলেদের। সেইসঙ্গে অনুর্ধ্ব-১৯ দলেরও ফুটবলার রাখতে হবে প্রথম একাদশে।
এই প্রথম বাংলার মাটিতে শুরু হতে চলেছে এমন প্রতিযোগিতা। যার মূল উদ্দেশ্য হল বাংলা থেকে ফুটবলারদের জাতীয় মঞ্চে পৌঁছে দেওয়া। বাংলার পুরনো গৌরব ফের ফিরিয়ে আনা। আর সেখানেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে লোথার ম্যাথুজের উপস্থিতি যে সকলকে আরও বেশি উদ্বুদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না। আগামী নভেম্বর মাসেই শহরে পা রাখছেন তারকা জার্মান ফুটবলার লোথার ম্যাথুজ। ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বহু কাঙ্খিত এই বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)।
শ্রাচী স্পোর্টসের সিইও অয়ন বন্দ্যোপাধ্যায়ের(Ayan Banerjee) জানিয়েছেন, “এটা এই ভেবেই শুরু হয়েছে যে ভারতীয় দলে কোনও বাঙালি নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ অন্যান্য আইএসএল দলেও বাংলার পুটবলার নেই। আমাদের আসল প্রতিভারাই রয়েছে বিভিন্ন জেলাতে। আর ওরা সেভাবে এসে খেলতে চায় না। বেশিরভাগই খেপ খেলতে চলে যাচ্ছে। তাদেরকেই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম দিতে চাই। যেখানে দেশীয় তারকা, বিদেশিদের পাশাপাশি বাংলার সেই সমস্ত জেলার ফুটবলাররাও খেলতে পারেন। আটটি জেলা নিয়ে হবে এই প্রতিযোগিতা। সেখানে থাকছে হোম এবং অ্যাওয়ে ম্যাচ। এছাড়া প্লেঅফ হবে তিনটি”।
অয়ন বন্দ্যোপাধ্যায়(Ayan Banerjee) আরও জানান, “স্কোয়াডে বিদেশি তিনজন থাকলেও, খেলানো যাবে দুজনকে। ভারতের অন্যান্য ফুটবলার পাঁচজন স্কোয়াডে থাকলেও খেলবেন দুজন। বাকি সবই নিজেদের জেলার ফুটবলারদের খেলাতে হবে”।
বাংলার প্রাক্তন ফুটবলারদেরও এই প্রতিযোগিতার মেন্টর হিসাবে রাখা হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল জিতলেও বারবারই বাংলার ফুটবলার কমে যাওয়ার কথা উঠে আসে। সেই বাংলার ফুটবলার তুলে আনতে এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ছেন মেহতাব হোসেন, বিকাশ পাঁজি থেকে সঞ্জয় সেন, সুলে মুসারা। তারা সকলেই এমন একটা উদ্যোগে বাংলার ফুটবলের উন্নতি হবে বলেই মনে করছেন। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ।







