বিরাট কোহলি(Virat Kohli) আবার ব্যর্থ হলেও, রান পেলেন রোহিত শর্মা(Rohit Sharma)। অ্যাডিলেডেই ঘুরে দাঁড়ালেন তিনি। কিন্তু হিটম্যানের অবতারে পাওয়া গেল না রোহিত শর্মাকে(Rohit Sharma)। বরং ১০ বছরের মধ্যে এটাই রোহিত শর্মার সবচেয়ে ধীর গতির অর্ধশতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ৭৪ বলে অর্ধশতরান করলেন রোহিত শর্মা। সেইসহ্গে ৭৮ রানের ইনিংস খেলেই থামলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। রান পেলেও, রোহিতের(Rohit Sharma) ধীর গতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণার আগেই ভারতীয় ওডিআই দলের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছিল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় ওডিআই দলের অধিনায়ক এখন শুভমন গিল(Shubman Gill)। সেই সময় থেকেই রোহিতদের(Rohit Sharma) দেশের জার্সিতে ওডিআই ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে সকলে।
রোহিত শর্মা(Rohit Sharma) প্রথম ম্যাচে রান বা পেলেও, অ্যাডিলেডেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। ৭৩ রানের ইনিংসও খেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু বল খেলেছিলেন ৯৭টি। হিটম্যানের খেলার সঙ্গে যা একেবারেই মানায় না। অর্ধশতরান করলেন ৭৪ বল খেলে। ২০১৫ সালের পর এটাই রোহিত শর্মার সবচেয়ে ধীর গতির অর্ধশতরান। রোহিত রান পেলেও তাঁর এই পারফরম্যান্স কিন্তু নানান প্রশ্নই তুলে দিচ্ছে।
যদিও রোহিত শর্মার হাত ধরে এদিন ভারত শুরুটা অবশ্য ভালোভাবে করতে পেরেছিলেন। বিরাট কোহলি এদিনও শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন। সেখানে দাঁডিয়ে রোহিতের এই পারফরম্যান্স তাঁর ওডিআই বিশ্বকাপে থাকার পথটা যে খানিকটা হলেও দৃড় করল তা বলাই যায়।







