শনিবার সুপার কাপে(Super Cup) নামবে ইস্টবেঙ্গল(Eastbengal)। গোয়ায় তারই প্রস্তুতির মাঝে ফুটবলারদের সঙ্গে সন্দীপ নন্দী(Sandip Nandy) ইস্যু নিয়ে একান্তে বৈঠক অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon)। সদ্য প্রাক্তন হওয়া ইস্টবেঙ্গলের গোলকিপার কোচকে নিয়ে এই মুহূর্তে বাইরে যা চলছে, সেই ব্যপার নিয়ে একেবারেই ফুটবলাররা যাতে মাথা না ঘামায় সেই নির্দেশেই স্পষ্ট করে দিলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। শুধুই এখন সুপার কাপ। বিশেষ করে দলের গোলকিপার প্রভসুখন গিল এবং দেবজিৎ মজুমদারদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। বাইরে কী হচ্ছে সেদিকে নয়, এখন শুধুমাত্র সুপার কাপেই ফোকাস করার বার্তা দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল হেডস্যার অস্কার ব্রুজোঁ। সেই ব্যপারটা একেবারেই ম্যানেজমেন্ট দেখছে, তাই ফুটবলাররা যাতে ফুটবল ছাড়া অন্য কোনওকিছু নিয়ে না ভাবেন, সেই দিকেই বাড়তি ফোকাস অস্কার ব্রুজোঁর।
ইতিমধ্যেই গোয়ায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। আগামী শনিবার তাগের প্রথম ম্যাচ ডেম্পো। ধারেভাবে এগিয়ে থাকলেও, একেবারেই যে তাদের হাল্কা ভাবে নেওয়া যাবে সেই দিকেই নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। হিরোশি(Hiroshi Ibusuki) থেকে কেভিন, রশিদদের(Mohammed Rashid) নিয়ে অবশ্য হাল্কা অনুশীলনেই রয়েছেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তবে বারবার একটাই বার্তা দিচ্ছেন তিনি। প্রতিপক্ষ ডেম্পো হলেও, শুধু জয় নয়, বড় গোলব্যবধানেই জিততে হবে তাদের। কারণ এই গ্রুপ থেকে একটি দলই যাবে। মনে করা হচ্ছে যে দল ডার্বি জিতবে সেই হয়ত যাবে। কিন্তু ডার্বি ড্র হলে, সেক্ষেত্রে গোল ব্যবধানই যে ফ্যাক্টর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
সেই কারণেই তো এখন থেকেই অত্যন্ত সতর্ক ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ। শেষ ডার্বিতে মোহনবাগানের কাছে হেরেছে ইস্টবেঙ্গল।
সেইসঙ্গে ডুরান্ডে ডায়মন্ডহারবারের কাছে। বারবারই যেন সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন লাল-হলুদ শিবিরের কোচ। সুপার কাপ এখন তাদের পাখির চোখ। সেখানেই শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।







