আইপিএলের মঞ্চে বাংলার দিন বললে বোধহয় একটুও বেশি বলা হবে না। বর্ণময় লিগে মঙ্গলবার আরও বর্ণময় হয়ে উঠলেন বাংলার দুই ক্রিকেটার। একজন বল হাতে আর একজন ব্যাটে দাপুটে পারফরম্যান্সে ঝলমল করে উঠলেন দুই বঙ্গ ক্রিকেটার – মুকেশ কুমার ও অভিষেক পোড়েল।
লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়ে ১২ পয়েন্টে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস, এটা বোধহয় আজকের হেডলাইন নয়। খুব ভাল শুরু করেছিল নবাবের শহর। ১০ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে ৮৭ রান করে ফেলেছিল, মার্করাম (৫২) ও মিচেল মার্শ (৪৫) এমন একটা শুরু দেওয়ার পরও পরপর উইকেট হারিয়ে কেন ৬ উইকেট মাত্র ১৫৯ রানে থেমে গেল লখনউ, এটাও বোধহয় আলোচনার বিষয় নয়। এমনকী ২ উইকেট হারিয়েই ১৬১ রান তুলে যে সহজেই ম্যাচ জিতে গেল দিল্লি, এটা নিয়েও বোধহয় বিশেষ কিছু বলার নেই, যতটা বলার, যেটা এই ম্যাচের নির্যাস, তা হলেন ওই দুজন – মুকেশ ও পোড়েল।
মুকেশের বোলিংটা দেখুন, ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট। এরপর ম্যাচের সেরার পুরস্কার আর কে পাবেন? আর পোড়েল? ৩৬ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস। মরসুমের প্রথম অর্ধশতরান তো কী, এখনও পর্যন্ত এ মরসুমে ৮ ইনিংসে করে ফেলেছেন ২২৫ রান। গড় ৩২.১৪। আর গত মরসুমে ৩২.৭০ গড়ে করেছিলেন মোট ৩২৭ রান। আইপিএলের ঝলমলে মঞ্চে এভাবেই আরও ঝলমলে এক বঙ্গ সন্তান।
হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসকে ধন্যবাদ দিতেই হয়, দুই বঙ্গ ক্রিকেটারের ওপর তারা এতটা ভরসা রেখেছেন বলে। আর এখানেই তো মুকেশ-অভিষেকরা প্রশ্নটা তুলে দিচ্ছেন, তাহলে বাংলার ক্রিকেটারদের ওপর আস্থা রাখা যায়, ভরসা করা যায়। বাংলার দল, কলকাতার দল কেকেআর যাই ভাবুক না কেন, এভাবেই জবাব দিচ্ছেন মুকেশ আর পোড়েল। শুধু নিজেদের পারফরম্যান্স নয়, নিজেদের সাফল্যটা নয়, এই জবাবটা, বার্তাটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ।