ঋষভকে শেহবাগ, পুরনো ভিডিও দেখার পাশাপাশি কথা বল ধোনির সঙ্গেও | বাবা রাজি নয়, নিয়মের জাঁতাকলে না আটকালে বৈভবকে চায় বাংলা | বুমরাকে নিয়ে স্বপ্নভঙ্গ বোর্ডের | জিতেই বার্সাকে চ্যালেঞ্জ আনচেলেত্তির | বৈভবকে খেলার ধরণ বদলাতে বারন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় | আলো ছড়ালেন প্রভসিমরন-অর্শদীপ, আঁধারেই ঋষভ, দুইয়ে পঞ্জাব | সুরুচিকে আলোয় ফেরালেন সিঙ্গো | এখনও বয়স ২৭ বছর মনে হয়, প্রত্যাবর্তনের মঞ্চে জানালেন রাসেল | সোমবার টুটুর পদত্যাগ পত্র গৃহীত হবে! | জয় কেকেআর, বৈভবের মঞ্চে দাদাগিরি রাসেলের | গোল পেলেন মেসি, মায়ামিও ফিরল | ইয়ামালদের বসিয়ে বিপদে ফ্লিক | আরসিবির কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন ধোনি | মেজাজি মাত্রে, কেকেআরকে চাপে ফেলে দিল সিএসকে | প্রমাণ করব এখনও আমি মোহনবাগানের বাঘ ঃ টুটু বোস | বৈভবকে আলাদা করে কিছু বলার নেইঃ বন্ড | রবিবার ইডেনে নায়ক হতে পারেন বৈভব, কেকেআরের লক্ষ্য পিচ | রাহুল চান, আরও দুবছর এভাবেই খেলুক বৈভব | বাবরের পোস্টকে ঘিরে হইচই পাকিস্তানে | মেসিকে নিয়ে ভাবেন না ইয়ামাল | আউট নিয়ে বিতর্ক, আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ালেন শুভমন গিল | সবরমতীর তীরে অ্যাকশন রিপ্লে, দুইয়ে পৌঁছে গিলরা বোঝালেন তাঁদের থামানো কঠিন | শহরে বৈভব, আইয়ারকে নিয়ে অস্বস্তিতে কেকেআর | জোড়া হ্যাটট্রিকে উজ্জ্বল লাল-হলুদ | ইংল্যান্ড সফরে আর্শদীপকে চান শাস্ত্রী | বাংলাদেশ সফর নিয়ে সংশয় বাড়ছে | বুমরায় উচ্ছ্বসিত বোল্ট, বোলিংয়ের ব্র্যাডম্যান বললেন অ্যাডাম গিলক্রিস্ট | সঞ্জু বিতর্কে মন্তব্যের জের, তিন বছরের জন্য নির্বাসিত শ্রীসন্থ | ধোনি, রায়নাকে পিছনে ফেলে দিলেন রোহিত | ডেটিং করছেন শিখর | রোহিতের পারফরম্যান্স মুম্বইকে ট্রফি জয়ের দিশা দেখাচ্ছে | ম্যাঞ্চেস্টারে মজেছেন আমোরিম | বিস্ময় ওপেনার বৈভবকে নিয়ে সকলকে সতর্ক করলেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর | আকাশ থেকে মাটিতে বৈভব, রয়্যালসকে পিষে ফেলে মগডালে মুম্বই | মেসি, রোনাল্ডোর চেয়ে ইয়ামাল এগিয়ে ঃ অঁরি | ভারতে অ্যাকাউন্টও বন্ধ হল আরশাদের | ঋষভ পন্থকে নিয়ে ল্যাঙ্গার ও জাহিরের তুমুল সমালোচনা শ্রীকান্ত-কুম্বলের | লন্ডনে অস্ত্রোপচার করিয়ে সুযশের জীবন বদলে দিয়েছে আরসিবি, কৃতজ্ঞ লেগ স্পিনার | বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন | ইয়ামালকে নিয়ে তোলপাড় বিশ্ব | চাহালের হ্যাটট্রিক ও চেজ এক্সপার্ট শ্রেয়সের ব্যাটে চেন্নাই বধ করে দুইয়ে পঞ্জাব | নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন মেরি কম | থাইল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা | ১২ মিনিটে জোড়া গোলে ডুবল দল ঃ বাস্তব | দুটো ভুলে তছনছ বাগান | চোখে চোখ রেখে এগোচ্ছে মোহনবাগান | মর্মান্তিক! আকস্মিকভাবে মৃত্যু হল বেঙ্গালুরু এফসি অ্যাকাডেমির ক্ষুদে ফুটবলার রোনাল্ডের | সঞ্জয় মঞ্জরেকরের বিরুদ্ধে গর্জে উঠলেন বিরাট কোহলির ভাই বিকাশ | ফ্রান্সে আলোড়ন ফেলতে চান আর্তেতা | অনেক দিন পর নাইট শিবিরে আবার নারায়ন – নারায়ন, এটা দলগত সাফল্য, বলছেন মিস্ট্রি স্পিনার | ব্যর্থ সিন্ধু-প্রণয়, সুদিরমান কাপের সেমিফাইনালে যাওয়া এবারও স্বপ্নই থেকে গেল ভারতের | দিল্লি থেকে অক্সিজেন নিয়ে শহরে ফিরছেন রাহানেরা | ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড যাচ্ছেন বৈভব ও মাত্রেরা | চাপমুক্ত মোহনবাগান গোয়াকেও শিক্ষা দিতে মরিয়া | বার্সা-মিলান ম্যাচ নিয়ে শঙ্কা | আফ্রিদিকে কঠিন জবাব শিখরের | জাতীয় দলে নিয়মিত খেলাই লক্ষ্য রিম্পার | বৈভবকে নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে শুভমন গিল | লক্ষণ বলেছিলেন রাহুলকে, তোমার দলে বৈভবকে নাও | রাহুলের সামনে ট্রায়ালে এক ওভার ব্যাাট করে পাশ বৈভব | ৬ মাস আগেই দিওয়ালি এলো, বললেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী | জুনে ব্রাজিলের দায়িত্বে আনচেলেত্তি | চার মাস পরিশ্রমের পুরস্কার এই সেঞ্চুরি: বৈভব | বৈভব কীর্তি! বস বেবির ঘোরে আচ্ছন্ন ভারতীয় ক্রিকেট | ৩৮ বলে ১০১, ম্যাকুলাম, গেইলকেও ছাপিয়ে গেলেন সূর্যবংশী | কাজ শুরু করে দিলেন রিম্পা | দিল্লির বিরুদ্ধে কেকেআরের স্লোগানই ক্রিকেটারদের অক্সিজেন দিচ্ছে | সভাপতির পদ ছাড়লেন টুটু | শোয়েব, বাসিতের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ | ২০২৮ থেকে আরও বড় আকারে হবে আইপিএল | মেসিহীন মায়ামিতে অন্ধকার | ক্লপের কাছে কৃতজ্ঞ থাকতে চান স্লট | কারণ কি! মাঠেই রাহুলের সঙ্গে ঝামেলায় বিরাট | রান তাড়া করে ম্যাচ জেতার তিনটি কারণ বলছেন বিরাট | ইংলিশ প্রিময়ার লিগে ২০তম খেতাব জয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ছুঁয়ে ফেলল লিভারপুল | ফের চেজ মাস্টার কোহলি, ক্রুণালের দাপটে দিল্লিকে হারিয়ে শীর্ষে আরসিবি | সুপার কাপে মৌমাছির হানা, মাঠে দৌড়াদৌড়ি, দু`দফায় বন্ধ রইল ম্যাচ | জাপানে বোমা বিস্ফোরণ রোনাল্ডোর | ডিএইচএফসিকে অভিনন্দন অভিষেকের | দুরন্ত স্কাই, বুমরা-বোল্ট ঝড়ে বেসামাল লখনউ | আাশায় নাইটরা, মঙ্গলবার দিল্লির কাছে হারলে সব শেষ | সম্পূর্ণ বিশৃঙ্খলা! ইডেনকে ধুয়ে দিলেন ম্যাথু হেডেন | অবসর নেওয়ার পথে জকোভিচ | রবিবার থেকে শুরু সুদিরমান কাপ, কঠিন চ্যালেঞ্জের মুখে সিন্ধুরা | রবিবারই প্রত্যাবর্তন মায়াঙ্ক যাদবের? ইঙ্গিত দিল লখনউ সুপার জায়ান্টস | নাটকীয় জয়ে কোপা দেল রে বার্সার | আইপিএলের সেরা স্পিনার সাই কিশোর: ভিটোরি | সূর্যবংশীকে মেজাজে রাশ টানতে বলছেন কোচ রাহুল | বৃষ্টিতে ভেস্তে গেল ইডেনের ম্যাচ, কেকেআর-পঞ্জাব দু`দলই পেল এক পয়েন্ট করে | বিতর্কিত সিনার এবার কোর্টে নামছেন | তরুণ ব্রিগেডের সাফল্যে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছেন মোহনবাগান কোচ | বাগানে ফুল ফোটালেন তরুণরাই | সাহালের গোলে এগিয়ে মোহনবাগান | নীরজের পাশে দাঁড়ালেন যোগেশ্বর দত্ত | কোপা ফাইনালের আগে জমজমাট নাটক | আইপিএল শেষ, চিপকে হার এখন অভ্যাস করে ফেলেছেন ধোনিরা | শ্রেয়স বনাম রাহানে, বদলার ম্যাচে বদলই ভরসা | নিজেকে সরিয়ে নিলেন নীরজ | এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে সমস্যা তুঙ্গে | বাংলার প্রতি কৃতজ্ঞ, জন্মদিনে ধন্যবাদ জানাচ্ছেন বিজয়ন | মেসিরা সম্পূর্ন হতাশ | প্রচন্ড ক্ষুব্ধ নীরজ | বৈভবকে শেহবাগ, স্যোশাল মিডিয়ায় চোখ রেখ না | শাপমোচন! ঘরের মাঠে জিতলন কোহলিরা | পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করলেন পাক হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া | লিগ উতসবে মেতে উঠতে চান সালাহরা | জিতেও সম্পূর্ন হতাশ আনচেলেত্তি | দুটি ইমেল, গম্ভীরকে প্রাণে মারার হুমকি | সাফল্য স্ত্রী দেবিশাকে উৎসর্গ করলেন সূর্যকুমার | ধোনির ওপর বিশ্বাস রাখুন, ঘুরে দাঁড়াবে সিএসকে, কেকেআরের সুরেই বলছেন কাশী বিশ্বনাথন | পহেলগাঁওয়ে জঙ্গিদের আক্রমণের প্রতিবাদে আইপিএলে কালো ব্যান্ড পরবেন ক্রিকেটাররা, সঙ্গে এক মিনিট নীরবতা | খেলা শেষে অন্য ম্যাচও জিতলেন কে এল রাহুল | পন্থকে পুজারার পরামর্শ, ধোনিকে নকল করতে যেও না | আইপিএলের মঞ্চে বাংলার দিন, বর্ণময় লিগে আরও বর্ণময় বাংলার দুই ক্রিকেটার | খেলো ইন্ডিয়ার ট্রায়াল শুরু, খবর নেই জেলার কাছে | সামনে ২০১৪ ও ২০২১, প্রত্যাবর্তনের উজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যই প্রেরণা নাইটদের | রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ! পাল্টা দাবি ফ্র্যাঞ্চাইজির | ইডেনে হামাগুড়ি দিতে দিতে হার, কেকেআরকে ঠান্ডা মাথায় খুন করলেন গিল | দল হারলে লজ্জা নয়, কষ্ট পান মনোরঞ্জন | লাল-হলুদের দিকে তাকাবেই না মোহনবাগান | নীরজের আমন্ত্রণকে উপেক্ষা আরশাদের | পিচ বিতর্কের জের, হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে ইডেনে ব্যান করার দাবি জানাল সিএবি | বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স, সঙ্গে ইশানও | মশালের আলো নেভালেন নোয়া | মুম্বইয়ের জয়ের হ্যাটট্রিকে দুরন্ত রোহিত ও সূর্য | বিমানবন্দরে আবেগে-উচ্ছ্বাসে বরণ নায়কদের, ক্রীড়ামন্ত্রীর হাতে ট্রফি তুলে দেবে ডায়মন্ডহারবার | বিরাট ও পাড়িকালের দাপটে বেলাইন পাঞ্জাব | হুড খোলা বাসে রোড শো চ্যাম্পিয়ন ডায়মন্ডহারবার এফসি-র | পাখির চোখ করে ওড়িশা গেল ইস্টবেঙ্গল | রাজস্থান হারলেও নজর কাড়লেন বৈভব | আইএফএ-র ফুটবল অ্যাকাডেমি পলাশিতে | আরসিবি ব্যাটসম্যানদের তুলোধোনা করলেন বীরেন্দ্র সেওয়াগ | ফুটবলার শুভ দাসকে সুস্থ করে তোলার উদ্যোগে এবার সামিল ইস্টবেঙ্গল ক্লাবও | নেহালের দাপটে হারিয়ে গেল ডেভিডের লড়াই | সুপার কাপ খেলতে ২৫ এপ্রিল যাবে মোহনবাগান | সিনারের শাস্তি দেখে বিস্মিত সেরেনা | চাকরি গেল নায়ার ও দিলীপের | আমিই দায়ি, দলের ব্যর্থতায় ব্যাখ্যা রাহানের | ম্যাচ সেরার ঘোষনায় অবাক হন ধোনি, ভেবেছিলেন নুরকে বেছে নেওয়া হবে | ক্লেইটনকে নিয়ে অশান্তিতে সুর কাটল ইস্টবেঙ্গলের নববর্ষের উৎসবে | গম্ভীরকে মিস করি তবে ব্র্যাভো একই রকম চ্যাম্পিয়ন মানসিকতা এনেছে : রমনদীপ সিং | মুম্বইকে জিতিয়েছেন কোচ রোহিত! | পঞ্জাব বনাম কলকাতাকে ছাপিয়ে শ্রেয়স বনাম কেকেআর রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা | মঙ্গলবার ক্লাব তঁাবুতে শোভা পাবে ত্রি-মুকুট | সুপার কাপকে গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান

আইপিএলের মঞ্চে বাংলার দিন, বর্ণময় লিগে আরও বর্ণময় বাংলার দুই ক্রিকেটার

আইপিএলের মঞ্চে বাংলার দিন বললে বোধহয় একটুও বেশি বলা হবে না। বর্ণময় লিগে মঙ্গলবার আরও বর্ণময় হয়ে উঠলেন বাংলার দুই ক্রিকেটার। একজন বল হাতে আর একজন ব্যাটে দাপুটে পারফরম্যান্সে ঝলমল করে উঠলেন দুই বঙ্গ ক্রিকেটার – মুকেশ কুমার ও অভিষেক পোড়েল।

লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়ে ১২ পয়েন্টে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস, এটা বোধহয় আজকের হেডলাইন নয়। খুব ভাল শুরু করেছিল নবাবের শহর। ১০ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে ৮৭ রান করে ফেলেছিল, মার্করাম (৫২) ও মিচেল মার্শ (৪৫) এমন একটা শুরু দেওয়ার পরও পরপর উইকেট হারিয়ে কেন ৬ উইকেট মাত্র ১৫৯ রানে থেমে গেল লখনউ, এটাও বোধহয় আলোচনার বিষয় নয়। এমনকী ২ উইকেট হারিয়েই ১৬১ রান তুলে যে সহজেই ম্যাচ জিতে গেল দিল্লি, এটা নিয়েও বোধহয় বিশেষ কিছু বলার নেই, যতটা বলার, যেটা এই ম্যাচের নির্যাস, তা হলেন ওই দুজন – মুকেশ ও পোড়েল।

মুকেশের বোলিংটা দেখুন, ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট। এরপর ম্যাচের সেরার পুরস্কার আর কে পাবেন? আর পোড়েল? ৩৬ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস। মরসুমের প্রথম অর্ধশতরান তো কী, এখনও পর্যন্ত এ মরসুমে ৮ ইনিংসে করে ফেলেছেন ২২৫ রান। গড় ৩২.১৪। আর গত মরসুমে ৩২.৭০ গড়ে করেছিলেন মোট ৩২৭ রান। আইপিএলের ঝলমলে মঞ্চে এভাবেই আরও ঝলমলে এক বঙ্গ সন্তান।

হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসকে ধন্যবাদ দিতেই হয়, দুই বঙ্গ ক্রিকেটারের ওপর তারা এতটা ভরসা রেখেছেন বলে। আর এখানেই তো মুকেশ-অভিষেকরা প্রশ্নটা তুলে দিচ্ছেন, তাহলে বাংলার ক্রিকেটারদের ওপর আস্থা রাখা যায়, ভরসা করা যায়। বাংলার দল, কলকাতার দল কেকেআর যাই ভাবুক না কেন, এভাবেই জবাব দিচ্ছেন মুকেশ আর পোড়েল। শুধু নিজেদের পারফরম্যান্স নয়, নিজেদের সাফল্যটা নয়, এই জবাবটা, বার্তাটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ।

বৈভবকে খেলার ধরণ বদলাতে বারন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বাঁহাতিদের গল্প। বৈভবকে টিপল সৌরভের। চমকপ্রদ পারফরম্যান্সে আইপিএলে রীতিমত সোরগোল ফেলে দিয়েছেন ১৪ বছরের কিশোর  বৈভব সূর্যবংসী। তারপরই গাভাসকর থেকে

আরও পড়ুন »

বাঁহাতিদের গল্প। বৈভবকে টিপল সৌরভের। চমকপ্রদ পারফরম্যান্সে আইপিএলে রীতিমত সোরগোল ফেলে দিয়েছেন ১৪ বছরের কিশোর  বৈভব সূর্যবংসী। তারপরই গাভাসকর থেকে…