অভিষেক শর্মা(Abhishek Sharma) এবং শুভমন গিলের(Shubman Gill) সেঞ্চুরি পার্টনারশিপটাই এদিন ভিতটা গড়ে দিয়েছিল। শেষ মুহূর্তে তিলক বর্মার ঝোরো ইনিংসে ভর করে ফের একবার পাকিস্তান বধ ভারতের। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। তবে এদিনের ম্যাচের নায়ক কিন্তু তরুণ অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংসটাই যে ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে ভাল পারফরম্যান্স দেখালেও, এদিন একের পর এক ক্যাত ফস্কে পাকিস্তানের বড় রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন ভারতীয় দলের ফিল্ডাররাও। আর তাতেই ভারতের বিরুদ্ধে এদিন ১৭১ রান পর্যন্ত পৌঁছতে পেরেছিল পাকিস্তান। শুরুর দিকেই অভিষেক এবং কুলদীপ দুটো সহজ ক্যাচ মিস না করলে, পাকিস্তান যে বড় রানের পথে এগোতে পারত না তা বলাই যায়।
পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শাহিবজাদা ফারহান ৫৮। বুমরাহ(Jasprit Bumrah), হার্দিকরা(Hardik Pandya) ব্যর্থ হলেও, এদিন বল হাতে নিজেকে প্রমাণ করেছেন শুবম দুবে। গুরুত্বপূর্ণ দুটো উইকেট শিকার তাঁরই।
স্কোরবোর্ডে পাকিস্তানের ১৭১ রান। ব্যাট হাতে নামা থেকেই বিধ্বংসী মেজাজে অভিষেক শর্মা(Abhishek Sharma)। যোগ্য সঙ্গদ শুভমন গিলের(Shubman Gill)। যে শাহিনকে নিয়ে সকলেই নানান কথা বলেছিল, তাঁকেই এদিন সবার প্রথম বিধ্বস্ত করলেন এই ব্যাটার। ৯ ওভারের মধ্যেই অভিষেক এবং শুভমনের হাত ধরে ভারত ১০০ রানের গন্ডী টপকে যায়। অভিষেক ফেরেন ৭৪ রানে। শুভমন গিল করেন ৪৭ রান। তারা যখন সাজঘরে ফেরেন ভারতের জয় কার্যত পাকা।
কিন্তু সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার পরপর আউট হলে ভারতের চিন্তা খানিকটা বেড়ে যায়। সেখানেই ত্রাতা তিলক বর্মা(Tilak Verma)। ১৯ বলে ৩০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ১ ওভার এক বল বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন তিলক।