চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম ইন্টার মিলান ম্যাচ হওয়া কি সম্ভব হবে ? নাকি খেলা বন্ধ করে দিতে বাধ্য হবে সংগঠকরা? এখনও হয়তো চূড়ান্ত পরিস্থিতি আসেনি যেখানে হ্যঁা, বা না বলা যায়। তবে পরিস্থিতি যে খুবই ঘোরালো তা না বললেও চলে। কারণ একটাই, স্পেনে বিদু্্যত বিভ্রাট। শুধু স্পেন নয়, একই রকম পরিস্থিতি দেখা দিয়েছে পর্তুগালেও। তবে পর্তুগাল নিয়ে এখন খুব বেশি আলোচনা কেউ করতে নারাজ। কিন্তু স্পেন চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেহেতু পুরো দেশটাই বলতে গেলে বিদু্যত বিভ্রাটের দরুন পুরোপুরি অন্ধকারে চলে গিয়েছে। গণপরিবহন থেকে শুরু করে বিমান চলাচল আপাতত বন্ধ। খুব জরুরী ছাড়া হাসপাতালগুলোতে অস্ত্রোপচার বন্ধ করা হয়েছে। সোজা কথা সাধারণ মানুষের হাল খুবই খারাপ। পরিস্থিতি কিছুটা বদল হচ্ছে ঠিকই। কিন্তু তা সিন্ধুর মধ্যে বিন্দুর মতো। তাই অনেকে আশঙ্কা করছেন, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগের খেলা বার্সেলোনা বনাম ইন্টার মিলান ম্যাচ মনে হয়না হবে।
আগামীকাল রাতে বার্সেলোনার মাঠে ম্যাচটি হওয়ার কথা। এখন যা পরিস্থিতি তাতে ম্যাচ হওয়ার কোনও আশা নেই। তবে সময় যেহেতু রয়েছে তাই ধরে নেওয়া যায় পরিস্থিতি হয়তো বদলাবে। ধীরে ধীরে বিদু্যত বিভ্রাট কাটিয়ে উঠতে পারবে স্পেন। প্রশ্ন হল, যদি কাটিয়ে উঠতে না পারে তাহলে কি হবে? ম্যাচ কি বন্ধ রাখতে বাধ্য হবে উয়েফা? এ্মনিতেই বর্তমান পরিস্থিতিতে বিমান চলাচল বলতে গেলে স্থগিত হয়ে গিয়েছে। যা চলছে তার সময়ের কোনও ঠিক নেই। ঘন্টার পর ঘন্টা দেরিতে ফ্লাইট ছাড়ছে। তেমন কঠিন পরিস্থিতির সামনে দঁাড়িয়ে যখন স্পেন তখন ইন্টার মিলান আসছে বার্সেলোনায় ম্যাচ খেলতে। মঙ্গলবার বিকেলে তাদের বার্সেলোনায় নামার কথা। এমন কঠিন অবস্থা যেখানে সেখানে কি বার্সেলোনায় আসার চেষ্টা করবে মিলান? নাকি তারাও আসবে না বলে জানাবে? স্পেনের মানুষদের এখন বিনিদ্র রজনী কাটছে। হোটেলে থাকা অতিথিদের নাজেহাল অবস্থা। স্বাভাবিক জীবন যাত্রা যেখানে স্থগিত হয়ে গিয়েছে সেখানে নতুন করে মনে হয়না ইন্টার মিলানের ফুটবলাররা পা দিতে চাইবে বার্সেলোনায়। তার উপর মাদ্রিদ ওপেন বন্ধ হয়ে গিয়েছে। সোমবার বিদু্যত বিভ্রাটের সময় খেলা চলছিল দিমিত্রভ বনাম জ্যাকবের। দ্বিতীয় সেটে ম্যাচ বন্ধ হওয়ার সময় ৬-৪ ও ৫-৪ গেমে এগিয়ে ছিলেন িদমিত্রভ। এই খেলা বন্ধ করার পর অন্যান্য ম্যাচগুলো বন্ধ করে দিতে বাধ্য হন সংগঠকরা।
তাই হাতের কাছে টাটকা একটা দৃষ্টান্ত দেখার পর মিলানের আসা নিয়ে শঙ্কা চরমে। এমন কঠিন অবস্থা যখন চলছে তখন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ করা কতটা সম্ভব হবে তাই নিয়ে সন্দেহ তুঙ্গে। যেহেতু খেলা হবে রাতে। তাই বিদু্যতের ব্যপক প্রয়োজন। সেখানে খেলার জন্য বিদু্যত খরচা করে সাধারণ মানুষের জনজীবন জর্জরিত হবে তা মনে হয়না কেউ মেনে নেবে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, যদি মঙ্গলবার রাতের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয় তাহলে খেলা হওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। ম্যাচ সেক্ষেত্রে বাতিল করে দেওয়া হবে। নিরাশার মাঝে আশার আলো বলতে একটাই, বার্সেলোনা ও মাদ্রিদে কিছু কিছু জায়গায় বিদু্যত আসতে শুরু করেছে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটার জানিয়েছেন, রাতের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।

ঋষভকে শেহবাগ, পুরনো ভিডিও দেখার পাশাপাশি কথা বল ধোনির সঙ্গেও
ঋষভ পন্থের কি হল! কোনও কিছু ঠিকভাবে করতে পারছেন না। দলের সাফল্য নেই। তাঁর ব্যাটে রানও নেই। কেন এমন হচ্ছে!