পহেলগাঁওয়ে যা ঘটল, এমন ঘটনা ভারতে আগে হয়নি। জঙ্গিদের আক্রমনে ২৬ জন নিরীহ মানুষ প্রান হারালেন। তারা কি দোষ করেছিলেন! কেন তাদের মারা হল! এর উত্তর নেই। উত্তর পাওয়া না গেলেও ঘটনার প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। প্রথমে এগিয়ে এল ভারতীয় ক্রিকেট দুনিয়া। বুধবার হায়দরাবাদে আইপিএলে খেলতে নামছেন প্যাট কামিনসদের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ারা। সেই ম্যাচের আগে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা এক সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচে কোনও বাজি পোড়ানো হবে না। দেখা যাবে না চিয়ার লিডারদের নাচ। দুদলের ক্রিকেটারদের সঙ্গে আম্পায়াররাও হাতে কালো ব্যান্ড লাগিয়ে মাঠে নামবেন। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। ২৬ জন নিরীহ মানুষের আত্মার শান্তি কামনা করতেই এমন সিদ্ধান্ত। দুদলের ক্রিকেটারদের আগেভাগে এ ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়েছে। সবাই একমত। এই ঘটনার প্রতিবাদ এক দৃষ্টান্তমূলক হওয়া উচিত বলে সকলে মনে করছেন।
আইপিএল এমনই একটা মঞ্চ যা গোটা বিশ্বের মানুষের কাছে খুব কাছের। টিভির পর্দায় সকলে চোখ রাখেন। তাঁরা দেখবেন ক্রিকেটাররা কীভাবে এই ঘটনার প্রততিবাদ করছেন। ক্রিকেটারদের জবাব দেওয়ার জায়গা মাঠ। সেই মাঠেই তাঁরা এমন কিছু করে রাখতে চান যা গোটা বিশ্ব দেখতে পারবে। তাঁরা মনে করছেন, এভাবেই না হয় শুরু করা হল। তারপর আরও অনেক কাজ বাকি।
ক্রিকেট মাঠে এই বকিছু করার আগেই ক্রিকেটাররা ঘটনার তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্ট্র্যাগ্রামে, টুইটারে, এক্স হ্যান্ডেলে ক্রিকেটাররা নিজেদের মন্তব্য জানিয়ে মৃত ২৬ জন মানুষের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কে নেই সেখানে। জাতীয় দলের হেড কোচ থেকে শুরু করে বিরাট কোহলি, হরভজন সিং, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সুরেশ রায়না, শুভমান গিল, রবি শাস্ত্রী, ইরফান ও ইউসুফ পাঠান। সকলেই ঘটনার নিন্দা করে মৃতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন।