মোহনবাগান ম্যাচে অস্কারের(Oscar Bruzon) গুপ্তচর। আইএফএ শিল্ডে(Ifa Shield) গোকুলামের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান(MBSG)। আর সেখানেই কিশোরভারতীয় গ্যালারীতে অস্কারের(Oscar Bruzon) দুই গুপ্তচর হাজির। চির প্রতিদ্বন্দ্বীকে এখন থেকেই মেপে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। মোলিনার স্ট্র্যাটেজি থেকে ফুটবলারদের শক্তি দুর্বলতা নিয়ে হিসাবটা এখন থেকেই কষে রাখছেন তিনি। সেই কারণেই শ্রীনিধির বিরুদ্ধে জেতার পরই ভিডিও অ্যানালিস্ট এবং সহকারী কোচকে অস্কারের বিশেষ নির্দেশ। মোহনবাগান ম্যাচে উপস্থিত থাকতে হবে তাদের।
সেই মতো এদিন চলেও গিয়েছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) ভিডিও অ্যানালিস্ট এবং সহকারী কোচ। মোহনবাগানের প্রতিটা পদক্ষেপ এখন থেকেই জেনে নিতে চাইছেন অস্কার(Oscar Bruzon)। আপাতত দুদিন প্রস্তুতিতে ছুটি। সেই সময়ই মোহনবাগানের খেলা নিয়ে ভিডিও অ্যানালিসিস হয়ে যাবে ইস্টবেঙ্গলে। তাঁর দুই গুপ্তচর গোটা ম্যাচটাই দেখলেন। সহকারী কোচ এবং ভিডিও অ্যানালিস্টের থেকে পাওয়া নানান তথ্য নিয়েই এবার চলবে কাটা ছেঁড়া।
আইএফএ শিল্ডে এখনই তাদের মুখোমুখি সম্ভাবনা না থাকলেও, ফাইনাল কিংবা নক আউটে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল। গতবার ডুরান্ড ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। এবার আইএফএ শিল্ড। সেখানেও মোহনবাগানের জন্য সমস্তরকম ভাবে তৈরি থাকতে চাইছেন অস্কার ব্রুজোঁ। সেই কারণেই তো নিজে না গেলেও, ভিডিও অ্যানালিস্ট এবং সহকারী কোচকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ।
মোহনবাগান বনাম গোকুলামের এই ম্যাচের ভিডিও নিয়েই চলবে ইস্টবেঙ্গলের প্রস্তুতি। ইতিমধ্যেই কোচ এবং ভিডিও অ্যানালিস্টের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছে তাঁর। প্রথম ম্যাচে জিতলেও এখনও বেশ কয়েকটা জায়গায় যে মেরামতি প্রয়োজন তা অস্কার শ্রীনিধিকে হারিয়েই জানিয়ে দিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতেই আবার শহরে আসছেন হিরোশি ইবুসুকি। শনিবার থেকে দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বেন তিনিও। শিল্ড জয়ের নীল নক্সা যে এখন থেকেই অস্কার প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন তা বলাই বাহুল্য।







