বড়সড় কোনও অঘটন না ঘটলে আইএফএ শিল্ড(IFA Shield) ফাইনালে ডার্বির বাঁশি উঠতে চলেছে হরিশ কুণ্ডুর(Harish Kundu) মুখেই। আগামী শনিবার দীর্ঘ প্রতিক্ষিত সেই ডার্বি(Kolkata Derby)। স্বভাবতই ডার্বি পরিচালনা করতে কলকাতার নয়, বাইরের রাজ্যেরই রেফারির ওপর ভরসা রেখেছে আইএফএ(IFA)। আর সেই সেখানেই দেখা যেতে চলেছে হরিশ কুণ্ডুকে। আর এই খবরটা ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের কাছে খুব একটা স্বস্তির নাও হতে পারে। কারণ শেষবারের আইএসএলে এই হরিশ কুণ্ডুর(Harish Kundu) বিরুদ্ধেই তো বারবার সরব হয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)।
আবার ফাইনালে বাইরের রাজ্যের রেফারি হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে বাংলার রেফারিদের মধ্যেও। কানাভুসো শোনাযাচ্ছে বাইরের রেফারি আসায় তারা নাকি একেবারেই খুশি নয়। ইতিমধ্যে নাকি রাজ্য রেফারি অ্যাসোসিয়েশনের কাছে তারা তাদের ক্ষোভের কথা জানিয়েওছে। পরবর্তীতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ পরিচালনা নিয়েও নাকি বড়সড় সিদ্ধান্তের বিরুদ্ধে হাঁটতে পারে তারা। কার্যত রেফারির টেন্টের অন্দরেও অসন্তোষের বাসা বেঁধেছে।
এই মুহূর্তে শিল্ড(IFA Shield) ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই ম্যাচের রেফারির দায়িত্বে কে থাকবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। বাইরে থেকে রেফারি আনা হয়েছে তা আগেই জানা গিয়েছে। কিন্তু সেই রেফারির নাম কী, সেটা নিয়েই চলছিল জোর গুঞ্জন। আবারও সেই হরিশ কুণ্ডুই পরিচালনা করতে চলেছেন শিল্ড ফাইনালের ডার্বি। সূত্রের খবর ইতিমধ্যে শহরে চলেও এসেছেন তিনি।
শেষ কয়েকবছরে বারবারই ইস্টবেঙ্গলের ম্যাচে বিতর্কে জড়িয়েছেন হরিশ কুণ্ডু। এবারও আইএফএ-র তরফে ফেডারেশনের কাছ থেকেই ডার্বির জন্য নিরপেক্ষ রেফারি চাওয়া হয়েছিল। আর সেখানেই ফের একবার ডার্বি পরিচালনা করতে চলেছেন হরিশ কুণ্ডু।