মঙ্গলবার নামধারীর বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেই ম্যাচে নামার আগে সবচেয়ে বেশি কৌতূহল ছিল একজন ফুটবলারকে নিয়েই। ইস্টবেঙ্গলের জাপানি বোম হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki) নামবেন কিনা। তেমনটা হচ্ছে না। নামধারীর বিরুদ্ধে হিরোসি ইবুসুকিকে(Hiroshi Ibusuki) ছাড়াই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নামধারীর বিরুদ্ধে নামার আগে রেজিস্ট্রেশন করানো হল না এই জাপানি তারকা ফুটবলারকে। এখনও পর্যন্ত ফিফা ট্রান্সফার সার্টিফিকেট আসেনি। আর সেই কারণে হিরোশি এলেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে লাল-হলুদ ব্রিগেডকে।
হিরোশির(Hiroshi Ibusuki) নাম ঘোষণা হওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। বিশেষ করে অস্ট্রেলিয়ার এ লিগে যেভাবে হিরোশি নিজের পারফরম্যান্স দেখিয়েছেন তা দেখার পর সকলের উত্তেজনা বাড়াটাই স্বাভাবিক। হিরোশি শহরে পা রাখার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। কবে থেকে মাঠে নামবেন এই তারকা ফুটবলার। প্রথমে শোনা যাচ্ছিল নামধারীর(Namdhari Fc) বিরুদ্ধে নামতে পারেন হিরোশি। তবে সবটাই কোচের ওপর নির্ভর করছিল। আর সেইসঙ্গে ম্যাচের অন্তত ২৪ ঘন্টা আগে তাঁর রেজিস্টার করতে হত।
দলের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন হিরোশি ইবিসুকি। কিন্তু সোমবার হিরোশির(Hiroshi Ibusuki) নাম রেজিস্টার করানো হয়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে। নামধারির বিরুদ্ধে ড্র করতে পারলেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে ইস্টবেঙ্গল। সেই কথা মাথায় রেখেই বোধহয় নিজের অন্যতম সেরা অস্ত্রকে এখনই ব্যবহার করতে চাইছেন না কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই কারণেই নামধারীর বিরুদ্ধে নামার আগে এই জাপানি তারকার নাম রেজিস্টার না করানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর ট্রান্সফার সার্টিফিকেটও এখনও পর্যন্ত আসেনি।
দলের সঙ্গে অবশ্য চুটিয়ে প্রস্তুতি সারতে শুরু করে দিয়েছেন এই জাপানি ফুটবলার। প্রথম দিনের প্রস্তুতিতে শট, পাসিং, স্কীলে সকলের নজর কাড়লেও, তাঁর গতি নিয়ে কিন্তু খানিকটা চিন্তায় রয়েছে কোচ অস্কার(Oscar Bruzon) সহ বাকি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। প্রথম দিনের পর খানিকটা ধীর গতি বলেই মনে হয়েছে ম্যানেজমেন্টের অনেকের।
নামধারীর বিরুদ্ধে নাম খেললেও, ফাইনালে ডার্বি হলে সেখানে কী খেলবেন হিরোশি। তা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। তবে অস্কার ব্রুজোঁর পরিকল্পনা বোঝা বেশ কঠিন। ডার্বিতে হিরোশিকে দেখা যায় কিনা সেটা তো সময়ই বলবে।