আইএফএ শিল্ড(IFA Shield) ফাইনালে কী ডার্বি হবে! তা নিয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ডার্বি(Kolkata Derby) হলে, সেখানে যাতে মোহনবাগান(MBSG) সমর্থকরা আসেন তারই আহ্বান জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta)। শিল্ড ফাইনালের(Ifa Shield Final) টিকিট থেকে প্রাপ্ত অর্থ উত্তরবঙ্গের(North Bengal) বিপর্যয় কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। দলকে সমর্থন তো বটেই, এমন একটা উদ্যোগ এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মোহনবাগান(MBSG) সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন সচিব অনির্বাণ দত্ত। একইসঙ্গে এদিন ঘোষণা হয়ে গেল আইএফএ শিল্ড ফাইনালের টিকিটের দামও। ১০০ থেকে ১২৫০ টাকা পর্যন্ত রয়েছে টিকিট। সেইসঙ্গে বক্স টিকিট থাকছে ১৫ হাজার টাকার। তবে টিকিট থেকে প্রাপ্ত বেশীরভাগ অংশটাই চলে যাবে উত্তরবঙ্গে বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে।
মোহনবাগানের(MBSG) এএফসি ম্যাচে না খেলা নিয়ে এই মুহূর্তে প্রবল ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। প্রথম ম্যাচে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভও দেখিয়েছিল তারা। এমনকি মোহনবাগানের ম্যাচও বয়কট করেছিলেন সমর্থকরা। গত ম্যাচেই ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উঘরে দিয়েছিলেন সমর্থকরা। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, মোহনবাগান শিল্ডের(IFA Shield) ফাইনালে উঠলেও কী তারা আসবেন! এমন প্রশ্ন আইএফএ সচিবের কাছেও গিয়েছিল। তবে সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) আশাবাদী। তাঁর মতে ফাইনালর টাকা নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাঁকে সম্মান জানাতে নিশ্চই আসবেন মোহনবাগান সমর্থকরা।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েছেন, “সেভাবে আমরা ভাবিনি। আমার মনে হয় এটাতো শুধু ম্যাচ নয়, এটা আইএফএ শিল্ডের ফের ফিরে আসার একটা মঞ্চ। শিল্ডটা মোহনবাগান সমর্থকরাই চেয়েছিল যে মোহনবাগান এই প্রতিযোগিতাটা খেলুক। তাদের কথাতেই আমরা দুদিন স্লট বাড়িয়েছিলাম। আর দু নম্বর হল একটা সামাজিক দিকও রয়েছে। যারা অসুবিধার মধ্যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার মনে হয় মোহনবাগান সমর্থকরা মাঠে আসবেন। উত্তরবঙ্গের এই মানুষগুলোর পাশে দাঁড়াবে তারা”।
আইএফএ শিল্ড শুরু হওয়ার আগেই ফাইনাল বাদে বাকি সব ম্যাচ বিনা টিকিটে করার সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ। এদিনই সেই ফাইনালেরই টিকিটের মূল্য ঘোষণা করা হয়ে গেল। ১০০, ১৫০, ২০০, ৩৫০, ৫০০, এবং ১২৫০ টাকায় পাওয়া যাবে টিকিট। এছাড়া বক্স টিকিটের দাম রাখা হচ্ছে ১৫ হাজার টাকা। সেখান থেকে প্রাপ্ত পুরো অর্থটাই চলে যাবে উত্তরবঙ্গে বিপর্যয় কবলিত এলাকার অসহায় মানুষদের জন্য।







