এশিয়া কাপের(Asia Cup) মাঝেই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা বিসিসিআইয়ের(BCCI)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে ১৫ সদস্যের দলে ফিরলেন অক্ষর পটেল(Axar Patel), এন জগদীশান। ইংল্যান্ড সিরিজে থাকলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেলেন না করুণ নায়ার(Karun Nair)। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনাও। তবে কী ভারতীয় দলের হয়ে টেস্ট কেরিয়ার কি শেষ হয়ে গেল করুণ নায়ারের।
ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা। কিন্তু সেই দলের আকাশদীপ এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পাননি। তবে ঘরের মাঠে খেলার জন্য স্পিন আক্রমণের ওপর জোর দিয়েছে টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব(Kuldeep Yadav), রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন এবার অক্ষর পটেলও। অর্থাৎ বোঝাই যচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিন আক্রমণের ওপরই ভরসা রাখছে ভারতীয় দল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হয়েছিল ভারতকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার স্কোয়াড বেছে নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলে সুযোগ হয়নি করুণ নায়ারের। সেই নিয়েও নিজেদের তরফে যথেষ্ট কারঁ দর্ষিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই। এখানেও কিন্তু পেস আক্রমণে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের ওপরই ভার দেওয়া হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোয়াড
শুভমন গিল(Shubman Gill), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কল, ধ্রূব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, এন জগদীশান, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না ঋষভ পন্থ। ইংল্যান্ড সিরিজে শুভমন গিলের ডেপুটি ছিলেন তিনি। সেই জায়গাতেই এবার শুভমন গিলের পাশে সহ অধিনায়কের জায়িত্ব সামলাবেন রবীন্দ্র জাদেজা।







