এশিয়া কাপে(Asia Cup) দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল(India Team)। এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। আর কয়েক ঘন্টা পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে তারা। ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তার আগে শ্রীলঙ্কার(Srilanka) বিরুদ্ধে এই ম্যাচ যে ভারতীয় দলের(India Team) কাছে ড্রেস রিহার্সাল তা বেশ স্পষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেই নিজেদের শক্তি ও দুর্বলতা দেখে নিতে চাইছে ভারতীয় শিবির। বিশেষ করে দলের বোলিংটাই যে এখন ভারতকে খানিকটা ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে গ্রুপ পর্ব এবং সুপার ফোর দুই জায়গাতেই জিতেছে ভারত(India Team)। কিন্তু এবার ফাইনালে নামতে হবে তাদের। সেই ম্যাচে নামার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচকে কার্যত নিজেদের প্রস্তুতি পর্ব হিসাবে দেখছেন সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। তবে এই মুহূর্তে দলের বোলিং লাইনআপের ওপরই রয়েছে সবচেয়ে বেশি নজর।
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামার আগে কোনওরকম খামতি রাখতে চাইছে ভারতীয় শিবির। এই এশিয়া কাপে(Asia Cup) অভিষেক শর্মা, তিলক বর্মারা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলিংটা কিন্তু বারবারই সমস্যায় ফেলেছে টিম ইন্ডিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরেও খারাপ বোলিংয়ের জন্য প্রতিপক্ষ ১৭০ রানের গন্ডী টপকে গিয়েছিল।
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে একটা। সেই জায়গায় এই ম্যাচে ফের একবার দেখা যেতে পারে অর্শদীপ সিংকে(Arshdeep Singh)। যদিও সেভাবে তিনি পারফরম্যান্স দেখাতে পারেননি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই অর্শদীপের ওপরই ভরসা রাখছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে অপরাজিত তকমা অক্ষুন্ন রেখেই ভারতীয় দল এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।







