এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ (ODI World Cup)। তার আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুতরভাবে চোট পেলেন দলের অন্যতম পেসার অরুন্ধতী রেড্ডী। তাঁর বাঁ হাটুতে এতটাই লেগেছে যে হুইলচেয়ারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে তাঁকে। অরুন্ধতীর বিশ্বকাপে খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। অরুন্ধতীর বলে সোজা শট মারেন ইংল্যান্ডের ব্যাটার হেথার নাইট (Hethar Knight)। ক্যাচ ধরার চেষ্টা করেন অরুন্ধতী। কিন্তু পা সরাতে পারেননি তিনি। বল গিয়ে সোজা তাঁর বাঁ পায়ের হাঁটুতে লাগে। মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অরুন্ধতীকে।
ছুটে আসেন ফিজিয়ো। মাঠে কিছু ক্ষণ চিকিৎসা চলে তাঁর। ফিজিয়ো জানিয়ে দেন, আর খেলতে পারবেন না ভারতীয় পেসার। প্রথমে কয়েক জন ক্রিকেটার অরুন্ধতীকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাঁটুতে এতটাই লেগেছিল যে বাঁ পা মাটিতে ফেলতে পারছিলেন না তিনি। ফলে হুইলচেয়ারে করে অরুন্ধতীকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। চোট পাওয়ার আগে ৪.৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন অরুন্ধতী।
দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মহিলাদের আইপিএলের দুই মরসুমে ভাল বল করার সুবাদে গত বছর ভারতের এক দিনের দলে অভিষেক হয়েছিল অরুন্ধতীর। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে সেটাই অরুন্ধতীর সেরা বোলিং পরিসংখ্যান।
ভারতের ১৫ জনের বিশ্বকাপের দলে যে চার পেসার রয়েছেন তাঁদের মধ্যে অরুন্ধতী এক জন। স্ট্যান্ড বাই হিসাবে সায়ালি সাতঘরে অবশ্য রয়েছেন। এখন দেখার, অরুন্ধতীর চোট খতিয়ে দেখে কী বলেন চিকিৎসকেরা।
প্রস্তুতি ম্যাচ ভাল যায়নি ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৩ রানে হেরেছে তারা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় অবশ্য স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরেরা ব্যাট করেননি।







