সুদীপ পাকড়াশীঃ
এই মরশুমের আইএসএলে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৪ হল। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশীকে (Inter Kashi) চিঠি দিয়ে জানানো হল তারা আইএসএলে উত্তীর্ণ হয়েছে। ফেডারেশনের তরফ থেকে আসা চিঠিতে জানানো হয়েছে, ‘দীর্ঘ আলোচনা এবং CAS-এর রায়কে মান্যতা দিয়েই এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে। ফিফার সদস্য হিসেবে ফেডারেশন ক্যাসের সিদ্ধান্তকে পুরোপুরিভাবে সম্মান করে। আই লিগ এবং ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে, এআইএফএফ এবার ইন্টার কাশীকে আগামী মরশুমের জন্য আইএসএল খেলার ছাড়পত্র দিচ্ছে। ইন্টার কাশী, আইএসএল-এর আর্থিক এবং টেকনিক্যাল সমস্ত নিয়মও পূরণ করতে সক্ষম হয়েছে।’
তবে আইএসএলে পা রাখার আগে ইন্টার কাশীর গুরুত্বপূর্ণ সমস্যা হোম-ম্যাচের ভেনু স্থির করা। গত দু’বছর ধরে বারাণসীর সিগরায় সম্পূর্ণানন্দ স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল স্টেডিয়ামটি ইন্টার কাশী লিজ নেওয়ার চেষ্টা করছে নিজেদের হোম ম্যাচের ভেনু করার জন্য। কিন্তু স্টেডিয়ামের সংস্কারকাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই মরশুমে সেই কাজ শেষ হওয়া নিয়েও অনিশ্চয়তা।
ইন্টার কাশির প্রেসিডেন্ট পৃথ্বীজিৎ দাস বুধবার প্যারালাল স্পোর্টসকে ফোনে বললেন, “সিগরায় স্টেডিয়ামের কাজ এখনও শেষ হয়নি। এবছর শেষ হবে কি না সেই নিয়েও প্রবল অনিশ্চয়তা। তবে আগামি মরশুমে আমরা বারাণসীতেই আইএসএলের হোম-ম্যাচ খেলব।”
গত দু’মরশুম ইন্টার কাশী কল্যাণী স্টেডিয়ামে আই লিগে হোম-ম্যাচ খেলেছিল। কিন্তু কল্যাণী স্টেডিয়াম আইএসএলের জন্য অনুমোদিত হয়নি।
ক্লাব প্রেসিডেন্ট জানালেন তারা উত্তর প্রদেশ ফুটবল সংস্থা এবং এআইএফএফের সহায়তা চাইবেন এই বিষয়ে। “উত্তর প্রদেশ ফুটবল সংস্থা, আইএসএলের আয়োজক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আমরা কথা বলব এই মরশুমের আইএসএলে আমাদের হোম-ম্যাচের ভেনু নিয়ে। ওরা এবছরটা একটু সহায়তা করুক। আমরা নিশ্চিত যে, পরের মরশুমে বারাণসীতেই আমাদের হোম-ম্যাচের ভেনু স্থির হয়ে যাবে। আই লিগে সুযোগ পাওয়ার পর ফেডারেশনকে আমরা কিন্তু বলেছিলাম যে পাঁচ বছরে আমাদের নিজস্ব মাঠ আর স্টেডিয়াম তৈরি হয়ে যাবে,” বললেন পৃথ্বীজিৎ দাস।
আইএসএলের দল কি নতুন হবে? দাসের জবাব, “যে ফুটবলারদের জন্য আমরা আই লিগ চ্যাম্পিয়ন হলাম তাদের ছেড়ে দেওয়া কি মানবিক হবে? এখনও পর্যন্ত অধিকাংশ ফুটবলারকেই রেখে দেওয়ার ভাবনা আছে, যদি না কেউ অন্য ক্লাব থেকে ভাল আর্থিক প্রস্তাবে চলে যায়। এছাড়া, কোচ হাবাসের পরামর্শে ভাল বিদেশি আনার চেষ্টা তো করবই।”







