জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) জোড়া গোল। চেন্নাইয়িন এফসিকে(Chennaiyin Fc) হারিয়ে সুপার কাপে(Super Cup) দাপটের সঙ্গেই শুরুটা করল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে উড়িয়ে দিল হোসে মোলিনার(Jose Molina) দল। তাও আবার তিন বিদেশি নামিয়েও বাজিমাত করলেন তিনি। প্রথম একাদশে এদিন তিন বিদেশি রেখেই দল সাজিয়েছিলেন মোলিনা। চোট সারিয়ে ফিরে মনবীর(Manvir Singh) যেমন দুরন্ত ফর্মে। তেমনই শুভাশিস, থাপারাও ছিলেন নিজেদের সেরা ফর্মে।
শুরুর দিকে চেন্নাইয়িন এফসি কয়েকটা আক্রমণ করার চেষ্টা করলেও, সময় যত গড়ায় ততই ম্যাচ নিজেদের দখলে নিতে থাকে মোহনবাগান(MBSG)। ম্যাচের ১৬ মিনিটের মাথাতেই লিস্টনের(Liston Colaco) ফ্রিকিক থেকে সুযোগ পেয়ে গিয়েছিলেন অলড্রেড। তবে লক্ষ্যভেদ করতে পারেননি। ২১ মিনিটের মাথায় সাহাল লিস্টনের বাড়ানো বল কাজে লাগাতে পারলে তখনই এগিয়ে যেতে পারত মোহনবাগান। কিন্তু বৃষ্টি ভেজা মাঠে কিছু কিছিু হিসাব নিকাশ বারবারই গন্ডোগোল হয়ে যাচ্ছিল মোহনবাগানের। তবে প্রথম গোল পেতে বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি সবুজ-মেরুন ব্রিগেডকে। ৩৮ মিনিটের মাথায় সেই লিস্টনেরই বাড়ানো বল। এবার আর কোনও ভুল করেননি জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। তাঁর দুরন্ত শট জড়িয়ে দেন জালে।
Two goals. Clean sheet. Perfect start. ✅#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #AIFFSuperCup #MBSGCFC pic.twitter.com/p2tXCjokmo
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 25, 2025
এরপরও অবশ্য কয়েকটা সুযোগ পেয়েছিল মোহনবাগান(MBSG), তবে কাজে লাগাতে পারেনি। তবে প্রবল বৃষ্টিতে ভেজা মাঠ এদিন খানিকটা সমস্যায় ফেলেছিল মোলিনার দলকে। বারবারই বল বাড়াতে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের।
বিরতির পরও মোহনবাগনের আক্রমণই ছিল বেশি। মনবীর, শুভাশিস এবং লিস্টনদের হাত ধরে বারবার চেন্নাইয়ের ডিফেন্সকে পরীক্ষায় ফেলছিল মোহনবাগান। প্রীতম কোটালকে বাদ দিয়ে কেউই এদিন সেভাবে মোহনবাগানের আক্রমণকে আটকাতে পারছিলেন না। মনবীরেরই বাড়ানো পাস থেকে আবারও সেই ম্যাকলরেনেরই গোল। ম্যাচের বয়স তখন ৬৭ মিনিট। এরপরই ম্যাকলরেনকে(Jamie Maclaren) তুলে নিয়ে কামিন্সকে মাঠে পাঠান মোলিনা। ম্যাচের ৮৪ মিনিটে কামিন্সও সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু বাঁচিয়ে দেন গোলকিপার। গোলের ব্যবধান এরপর আর মোহনবাগান বাড়াতে পারেনি ঠিকই। কিন্তু শুরুতেই যে অনেকটা এগিয়ে গেল তারা তা বলার অপেক্ষা রাখে না।







