জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) কী খেলবেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ। এশিয়া কাপের(Asia Cup) মাঝে এই নিয়েই চলছিল জোর জল্পনা। বিশেষ করে বুমরার(Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই উঠে আসছিল বারবার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া টেস্টেই দেখা যাবে ভারতীয় দলের তারকা পেসারকে। সেইসঙ্গেই সাংবাদিক সম্মেলন করে অজিত আগরকর(Ajit Agarkar) জানিয়েও দিলেন যে দুটো টেস্টেই নাকি ভারতীয় দলের হয়ে খেলকে দেখা যাবে জসপ্রীত বুমরাকে। অর্থাৎ তাঁকে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে তাও বেশ স্পষ্ট।
এই মুহূর্তে এশিয়া কাপে(Asia Cup) খেলছেন জসপ্রীত বুমরাহ। সেখানে ইতিমধ্যে বিশ্রামও পেয়ে গিয়েছেন তিনি। আবার ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ টেস্টের মধ্যে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) খেলেছিলেন মাত্র তিনটি টেস্ট। সেই সিরিজ শুরুর আগে থেকেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা শোনা গিয়েছিল। বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে বিস্তর সমালোচনাও অবশ্য হয়েছিল।
এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ। সেখানেও কি ভারতীয় দলের এই তারকাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সব ম্যাচ খেলানো হবে না! এমনই নানান প্রশ্ন উঠছিল। সমস্ত জল্পনার জবাব দিয়ে বুমরাকে দুটো টেস্টেই খেলনোর কথা জানিয়ে দিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর।
দল নির্বাচনের সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুটো টেস্টের জন্য। আর জসপ্রীত বুমরাহ দুটো টেস্টেই খেলার মতো জায়গায় রয়েছেন। আমরাও যেমন বেশ বড়সড় বিরতি পেয়েছি, তেমন বুমরাকেও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলানো হয়নি। অর্থাৎ আমরা যথেষ্ট ভালো বিরতি পেয়েছি। এমনকি এশিয়া কাপের মাঝেও বেশ সময় পেয়েছি আমরা। বুমরাহ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ খেলার জন্য নিজে থেকেই মুখিয়ে রয়েছেন”।
চলতি এশিয়া কাপে খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না জসপ্রীত বুমরাহ। তাঁর উকেট ঝুলিও এবার কিন্তু খুব একটা ভর্তি নয়। তবে ভারতীয় দলের প্রধান ভরসা যে তিনি সেটা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরার দুটো ম্যাচ খেলাটা যে বাকি বোলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলাই বাহুল্য।