ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজ়ের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার, তাতে খুব বড় চমক নেই বললেই চলে। করুণ নায়ার ইংল্যান্ড সিরিজ় কামব্যাক করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ। তাঁকে এই সিরিজ়ের জন্য ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন সহায়ক ভারতীয় পরিবেশে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে অক্ষর পটেলকে দলে রাখা হয়েছে।
বাদ পড়েছেন করুণ নায়ার। সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে বলেছেন, “ভেবেছিলাম, ইংল্যান্ড সিরিজে শেষ টেস্টে, যেটা ভারত জিতেছিল, আমি ৫৭ রানের একটা ইনিংস খেলেছিলাম। ভেবেছিলাম সেই ইনিংসের কথা নির্বাচকরা মনে রাখবেন। আমার কিছু বলার ভাষা নেই।”
প্রধান নির্বাচক অজিত আগরকর অবশ্য জানিয়েছেন তারা নায়ারের কাছে আরও ভাল পারফরম্যান্স আশা করেছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে নায়ারের মোট রান ২০৫। আর শেষ টেস্টে তিনি করেছিলেন ৫৭। আগরকর একইসঙ্গে বলেছেন যে দেবদত্ত পাল্লিকলের পারফরম্যান্স উপেক্ষা করা সম্ভব নয়।
তবে উল্লেখযোগ্য বিষয় আরও একটি আছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে অভিমন্যু ঈশ্বরণও নেই! জাতীয় দলের হয়ে তার এখনও অভিষেকই হয়নি। তাও তাকে এই সিরিজে দলেই রাখা হল না।