সুপার কাপেই(Super Cup) প্রতিশোধের সুযোগ। আর তাতেই বোধহয় খুব একটা দেরী করতে চাননা মাধি তালাল(Madih Talal)। মেসি বাউলি(Mesi Bowli) আগেই যোগ দিয়েছেন। মঙ্গলবার জামশেদপুর এফসির শিবিরে যোগ দিলেন মাধি তালালও। গতবার ইস্টবেঙ্গলের অন্যতম সেরা খেলোয়াড় হলেও, অস্কারের তাঁকে পছন্দ নয়। তাই ছেড়ে দিতে হয়েছিল মাধিকে। দল পেতে খুব একটা দেরী হয়নি। জামশেদপুর এফসি তুলে নিয়েছে মাধিকে(Madih Talal)। মঙ্গলবারই জামশেদপুর শিবিরে যোগ দিয়েছেন। সুপার কাপেই প্রথমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা। সেই ম্যাচে যে লাল-হলুদ কোচকে তিনি জবাব দিতে চাইবেন তাও স্পষ্ট।
গতবারের আইএসএলের(Indian Super League) মাঝপথেই ছিটকে গিয়েছিলেন মাধি তালাল। এসিএল চোট হয়েছিল তাঁর। এরপর আর লাল-হলুদ জার্সিতে দেখা যায়নি এই তারকা ফরাসি ফুটবলারকে। মরসিম শেষে বেশিরভাগ বিদেশি ফুটবলারদের ছেড়ে দেওয়া হলেও, মাধি তালালকে(Madih Talal) অবশ্য রেখে দিয়েছিল ইস্টবেঙ্গল। অস্ত্রোপচারের পর এমনকি ফ্রান্সে তিনি রিহ্যাবও সুরু করে দিয়েছিল।
কিন্তু অস্কার ব্রুজোঁর পছন্দের তালিকায় ছিলেন না মাধি তালাল(Madih Talal)। আর সেটা নিয়েই শুরু হয়েছিল জোর জল্পনাষ। অস্কার যে তালিকা জমা দিয়েছিলেন সেখানে মাধি তালালের নাম রাখেননি তিনি। তখন থেকেই ম্যানেজমেন্টের সঙ্গে তালালের একটা দর কষাকষি শুরু হয়েছিল। অবশেষে সেপ্টেম্বরের মাঝামাঝিই মাধি তালালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইস্টবেঙ্গল।
এরপর অবশ্য মাধি তালালের নতুন ক্লাব পেতে খুব একটা অসুবিধা হয়নি। জামশেদপুর এফসি তুলে নিয়েছে তাঁকে। মঙ্গলবার সেই জামশেদপুর এফসিতেই যোগ দিয়েছেন মাধি তালাল। তাঁকে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত জামশেদপুর এফসিও।
সুপার কাপেই জামশেদপুর এফসির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে। সেই ম্যাচ যে মাধির কাছে প্রতিশোধের মঞ্চ হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। আর মাধি ম্যাজিক যদি সেই ম্যাচে দেখা যায়, তবে অস্কার হাত কামড়াবেন না তো।