যুবভারতীর বাইরে সমর্থকদেরগলায় প্রতিবাদের স্লোগান, ভেতরে নিঃশব্দ প্র্যাক্টিস। সবুজ-মেরুন(MBSG) শিবিরে যেন নেমে এসেছে এক অচেনা অন্ধকার। মঙ্গলবারও যেখানে ক্লাব গেটের সামনে ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন ক্ষুব্ধ সমর্থকরা, বুধবার যুবভারতী ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ।
চারদিক কালো কাপড়ে মোড়া। একে একে এসে প্র্যাক্টিস সারলেন মোহনবাগানের(MBSG) ফুটবলাররা— কারও মুখে কথা নেই, কারও চোখে হাসি নেই। মাঠের বাইরে পুলিশ নেই, কিন্তু চারপাশে টহল দিচ্ছেন বাউন্সাররা। যেন একটা শব্দও ছড়িয়ে পড়লে অশান্তি তৈরি হবে।
প্র্যাক্টিস শেষে খেলোয়াড়রা যেমন নিঃশব্দে এসেছিলেন, তেমনই নিঃশব্দে বেরিয়েও গেলেন। যেন কোনও কিছুই ঘটছে না— অথচ সেই নীরবতার মধ্যেই জমছে অশান্তির মেঘ।
ফ্যান ক্লাবগুলির মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। এক পক্ষ সাফ জানিয়ে দিয়েছে, “আমরা ৯ তারিখের ম্যাচে যাচ্ছি না। কিন্তু প্রতিবাদ থামবে না— হবে কিশোরভারতীর বাইরে।” অন্য পক্ষের মনোভাব আলাদা। তাদের বক্তব্য, “দলকে এখনই একা ফেলে দেওয়া যাবে না। যত ঝড়ই আসুক, পাশে থাকব।”
ম্যানেজমেন্ট অবশ্য স্পষ্ট বার্তা দিয়েছে— “কোনও ফুটবলার বা কোচ কারও সঙ্গে কথা বলবে না।”
সবমিলিয়ে, আইএফএ শিল্ডের আগে যেন এক গভীর গুমোটে ঢেকে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঠের ভেতরে প্র্যাক্টিস চলছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে দানা বাঁধছে অনিশ্চয়তা। এখন প্রশ্ন একটাই—
এই নীরব ঝড়ের প্রভাব কি পড়বে ম্যাচে?







