দ্বিতীয়ার্ধে রবসন(Robson Robinho), ম্যাকলরেনকে(Jamie Maclaren) একসঙ্গে খেলিয়েও গোলের মুখ খুলতে ব্যর্থই হল মোহনবাগান(MBSG) সুপারজায়ান্ট। বিদেশিহীন আহাল এফকের(Ahal FK) কাছে ঘরের মাঠে ১-০ গোলে হারতে হল হোসে মোলিনার(Jose Molina) মোহনবাগানকে(MBSG)। ঘরের মাঠের সুযোগ সেভাবে কাজে লাগাতেই পারল না মোহনবাগান সুপারজায়ান্ট। বরং একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। আহালের ১৭ নম্বর জার্সিধারি যে ফুটবলারকে নিয়েই এবার সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, তাঁর গোলেই হারতে হল মোহববাগানকে।
এই ম্যাচের আগে রবসন রোবিনহোর(Robson Robinho) দিকে সবচেয়ে বেশি নজর ছিল সকলের। হবে নাই বা কেন ম্যাচের আগে তাকে যে কোচ দশে দশ নম্বর দিয়েছিলেন। কিন্তু রবসনকে প্রথম একাদশে রাখেননি তিনি। হয়ত রবসনকে নিয়ে শেষ মুহূর্তে চমক দেওয়ারই একটা পরিকল্পনা করেছিলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে রবসনকে নামিয়েছিলেন এই মোলিনা। রবসনের শটটা মিস না হলে ম্যাচের ভবিষ্যত পাল্টাতেও পারত। কিন্তু সেটা হয়নি। শেষপর্যন্ত যুবভারতীতে তিন পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হল মোলিনার(Jose Molina) ব্রিগেডকে।
এদিন প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে বারবার চাপ তৈরি করলেও, বহু সুযোগ নষ্টের খেসারতই দিতে হল সবুজ-মেরুণ ব্রিগেডকে। প্রথমার্ধের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল মোহনবাগান। কিন্তু সেভাবে সুযোগ তারা তৈরি করতে পারেননি। কিয়ান নাসিরির একটা সুযোগ এবং লিস্টন কোলাসোর আক্রমণ ছাড়া সেভাবে চোখে পড়েনি মোহনবাগানের আক্রমণ। বরং আহাল কয়েকবার বেশ চাপে ফেলে দিয়েছিল মোহনবাগানকে। এদিনের ম্যাচে কয়েকবার তো বিশালের জন্যও বেঁচেছে মোহনবাগান।
বিরতির পর ছক বদল মোহনবাগানের। আক্রমণে ঝাঁজও বেড়েছিল। কিন্তু বারবারই আটকে যাচ্ছিল তারা। পাল্টা আক্রমণও কিন্তু চালিয়ে যাচ্ছিল আহাল এফকে। মোহনবাগানকে নিয়ে যে তারা ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছিল, তা বারবারই এদিনের ম্যাচে বোঝা যাচ্ছিল। একের পর এক সুযোগ নষ্টের চাপ বাড়াতে পরপর ম্যাকলরেন এবং রবসনকে মাঠে পাঠিয়ে দেন কোচ মোলিনা। রবসন রোবিনহো সুযোগ পেয়েও গিয়েছিলেন। তাঁর শট পোস্টে না লাগলে ফলাফল অন্যরকম হতেই পারত। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট সেই সময় এনওয়ের আনায়ের গোলেই এগিয়ে যায় আহাল এফকে। মোহনবাগান আর ফিরে আসতে পারেনি ম্যাচে। প্রথম পর্বের ম্যাচে হেরে সবুজ-মেরুন যে খানিকটা চাপে পড়ে গেল তা বলাই যায়।