ফেডারেশনকে(AIFF) তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়েই এবার পাল্টা চিঠি দিল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। আগামী ২৫ অক্টোবর সুপার কাপ(Super Cup)। সেখানেই ফেডারেশন নিয়ম করেছে ছয় বিদেশিকেই খেলানো যাবে। আর তারই প্রতিবাদ করে এবার চিঠি দিল মোহনবাগান(MBSG)। তাদের মতে দেশীয় ফুটবলার তুলে আনার ওপর জোর দেওয়ার জন্য ছয় নয় একসঙ্গে চার বিদেশি খেলানো হোক। তবে রেজিস্ট্রেশন ছয় বিদেশিরই করা হোক। কার্যত কয়েক মাস আগে ফেডারেশন সভাপতির দেওয়া প্রতিশ্রুতি মনে করাতেই এমন চিঠি।
গত মে মাসে ফেডারেশন(AIFF) সভাপতি কল্যাণ চৌবে(Kalyan Chaubey) দেশীয় ফুটবলার তুলে আনার জন্য দেশের ছেলেদের বেশি খেলানোর ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবলের খারাপ পারফরম্যান্সের ভিত্তিতেই দেশিয় ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন ফেডারেশন সভাপতি। কিন্তু সামনের সুপার কাপের আগে নিজেরাই নিজেদের পথ থেকে সরে গিয়েছে। প্রত্যেক ক্লাব গুলোকেই চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনের তরফে। সেখানে জানানো হয়েছে ছয় বিদেশিকেই নাকি একসঙ্গে খেলানো যাবে। আর সেটারই বিরোধিতা করে চিঠি দিয়েছে এবার মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)।
মঙ্গলবারই তারা চিঠি দিয়েছে ফেডারেশনকে। সেখানেই মোহনবাগানের(MBSG) তরফে দাবি করা হয়েছে যে দেশিয় ফুটবলার এবং দেশের স্বার্থে আসন্ন সুপার কাপে একসঙ্গে ছয় নয় চার বিদেশিকে খেলানোর সিদ্ধান্ত হওয়া উচিৎ। এর ফলে ঘরের ছেলেদের খেলানোর সুযোগ বাড়বে। এর ফলে দেশের ফুটবলের উন্নতি হবে বলেই মনে করছে মোহনবাগান সুপারজায়ান্ট। তবে ছয় বিদেশিকেই যাতে রেজিস্টার করানো যায় সেই কথাও বলা হয়েছে মোহনবাগানের(MBSG) পাঠানো চিঠিতে।
যদিও এখন পর্যন্ত ফেডারেশনের তরফে কোনওরকম উত্তর আসেনি। অন্যদিকে মঙ্গলবার সকালে প্রবল পার্কৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি বাতিল করতে হল মোহনবাগান সুপারজায়ান্টকে। সূচি থাকলেও শেষপর্যন্ত তা বাতিল করেছে সবুজ-মেরুন ব্রিগেড।
এবার এএফসির(AFC) দ্বিতীয় ম্যাচ খেলতে অ্যাওয়ে ম্যাচে নামবে মোহনবাগান। কিন্তু তার আগে দলের অস্ট্রেলিয়ানদের ভিসা পাওয়া নিয়েই সমস্যায় পড়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই সমস্যা কাটাতেই এখন মরিয়া হয়ে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার এখন।







