একদিকে ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার প্রস্তুতি সারছে, সেই সময় মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে এক নতুন লড়াই। প্রধান নির্বাচক অজিত আগরকর(Ajit Agarkar) বনাম মহম্মদ সামি(Mohammed Shami)। বাংলার হয়ে প্রথম ম্যাচ জেতার পরই অজিত আগরকরের(Ajit Agarkar) মন্তব্যের পাল্টা জবাব দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। সামির সাফ জবাব আগরকর যাই বলুক না কেন, সকলেই দেখতে পাচ্ছেন যে তিনি ফিট কিনা।
উত্তরাখন্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলা। সেখানেই দুরন্ত পারফরম্যান্স মহম্মদ সামি(Mohammed Shami)। সামিদের জয়ের ঠিক ২৪ ঘন্টা আগেই তাঁর ভারতীয় দলে সুযোগ নিয়ে বিরাট মন্তব্য করেছিলেন অজিত আগরকর(Ajit Agarkar)। বাংলার হয়ে নামার আগেই নিজের ফিট থাকা নিয়ে মুখ খুলেছিলেন সামি(Mohammed Shami)। তারই জবাব খানিকটা কাটক্ষের সুরে দিয়েছিলেন অজিত আগরকর।
সামি নিজেকে ফিট বললেও, আগরকরের সাফ জবাব ছিল যে সামি নাকি ফিট ছিলেন না আর সেই কারণেই দলে সুযোগ পাননি। যদিও এর আগে সামি বলেছিলেন যে তিনি ফিট কিনা সেই খবর নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেওয়ারই চেষ্টা করেনি। মন্তব্য পাল্টা মন্তব্যের লড়াইয়ে হঠাৎই ভারতীয় ক্রিকেট এখন সরগরম। গত শুক্রবার একটি অনুষ্ঠানে আগরকর বলেছিলেন, “যদি সামি ফিট থাকতেন তবে অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেন তিনি। ঘরোয়া ক্রিকেটের মরসুম শুরু হয়েছে। সেখানেই আমরা দেখব তিনি ফিট কিনা”।
এই খবর সামির কানে পৌঁছতে খুব একটা বেশি দেরী হয়নি। বাংলার হয়ে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়ার পরই আগরকরকে পাল্টা দিলেন বাংলার তারকা স্পীডস্টার। সামির জবাব, “তিনি যা চান বলতেই পারেন। আমি এই ম্যাচে কেমন বোলিং করেছি সেটা সকলেই দেখতে পেয়েছেন”।
ভারতীয় ক্রিকেটে হঠাৎই শুরু হয়ে গিয়েছে একটা নতুন লড়াই। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার একেবারে প্রকাশ্যে যেন লড়াইয়ে জড়িয়ে পড়লেন নির্বাচক প্রধান ও মহম্মদ সামি।