সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav) কবে হাতে পাবেন এশিয়া কাপের(Asia Cup) ট্রফি! এই নিয়েই তড়জা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ে না পেরে, এবার মাঠের বাইরে লড়াইটা শুরু করেছে পাকিস্তান। তাও আবার সামনাসামনি নয়। গোপনে গোপনেই সেই লড়াই করছে তারা। ভারতকে ট্রফি না দেওয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) হেড অফিস থেকেই ট্রফি উধাও করে দিলেন এসিসি প্রধান তথা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি(Mohsin Naqvi)। তিনি আবার পাকিস্কানের আভ্যন্তরীন মন্ত্রীও। এশিয়া কাপ(Asia Cup) ট্রফি লুকিয়ে রেখেছেন তিনি।
আর তাতেই বিশ্ব ক্রিকেটে ফের হৈচৈ শুরু হয়েছে। ফাইনালে পাকিস্তানকে(Pakistan) হারিয়ে এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত(India Team)। প্রতিযোগিতার শুরু থেকেই ভারত নিজেদের অবস্থানে অনড় ছিল। পাক ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম সৌজন্য যেমন নয়। তেমনই কোনও পাক নাগরিকের হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছিলেন সূর্যকুমার যাদবরা। প্রায় ৯০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল ভারতীয় দলকে।
এরপরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান মহসিন নাকভি(Mohsin Naqvi) ডায়াস থেকে ট্রফি সরিয়ে দেন। এরপর থেকেই ট্রফি হাতে পাননি ভারতীয় দলের ক্রিকেটাররা। আর এবার তো এসিসির হেড কোয়ার্টার থেকেই ট্রফি সরিয়ে দেওয়া হয়েছে।
আর সেটা করেছেন খোদ এসিসি(ACC) প্রধান মহসিন নাকভি(Mohsin Naqvi)। আবু-ধাবিতেই কোনও একটা জায়গায় নাকি রাখা হয়েছে সেই ট্রফি। কিন্তু কোন জায়গাতে রাখা রয়েছে তা বলছেন না মহসিন নাকভি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি এসিসির হেড কোয়ার্টার যাওয়ার পরই এই ব্যপারটা সকলের সামনে আসে।
সেখানে গিয়ে তিনি ট্রফির খোঁজ করার পরই জানতে পারেন যে মহসিন নাকভি নাকি ট্রফি সরিয়ে নিয়ে চলে গিয়েছেন। এরপরই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। বিশেষ করে এসিসির চেয়ারম্যান হয়ে এমনটা তিনি করতে পারেন কেমনভাবে।
আর কেনই ভাবে এসিসির ট্রফি লুকিয়ে রাখছেন তিনি। তবে কী ভারতকে ইচ্ছাকৃত ট্রফি দিতে চাইছে না বলেই এমনটা করছেন পাক মন্ত্রী। ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তড়জা। শেষপর্যন্ত কবে ভারতীয় ক্রিকেটারদের হাতে ওঠে এশিয়া কাপ, সেটাই দেখার অপেক্ষায় সকলে।






