১৩ ডিসেম্বর যুবভারতীতে ডার্বি(Derby)। আর সেখানেই পুরস্কার দেবেন লিওনেল মেসি(Lionel Messi)। হ্যাঁ শুনতে অবাক লাগলেও সেটাই কিন্তু হতে চলেছে। মেসির(Lionel Messi) আসার খবর শুনে ইতিমধ্যেই শহর জুড়ে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। মেসি ম্যানিয়ায় আক্রান্ত হয়েছে গোটা শহর। আর সেই সঙ্গে যদি বাড়তি পাওনা হয় সুয়ারেজ(Luis Suarez) এবং নেইমার(Neymar), তবে তো কথাই নেই। আর সেটাই স্বাক্ষী হতে চলেছে ১৩ ডিসেম্বরের যুবভারতীয় স্টেডিয়াম।
বার্সেলোনার(Barcelona) পর ফের একবার এমএসএন(Messi-Suarez-Neymar) জুটিকে দেখা যেতে চলেছে একসঙ্গে। না মেসি খেলবেন না। কিন্তু মাঠে লাল-হলুদ ও সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে নেইমার এবং সুয়ারেজকে। মেসিকে(Lionel Messi) আনার কথা আগেই ঘোষণা করেছেন শতদ্রু দত্ত(Shatadru Dutta)। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি আপও একটা চমক দিয়েছেন। মেসির সামনে যুবভারতীয় স্টেডিয়ামে হবে মিনি ডার্বি। সেখানে যেমন দেশীয় তারকারা থাকবেন, তেমনই থাকবেন বিদেশি তারকারাও। মোহনবাগান মেসি অল স্টার বনাম ইস্টবেঙ্গল মেসি অলল্টার ম্যাচ হবে। সেই ডার্বিতেই খেলতে দেখা যেতে পারে নেইমার ও সুয়ারেজকে।
আর বছরের শেষে সেটা হলে যে উৎসবের হাওয়া আরও দ্বিগুন গতিতে ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। শতদ্রু দত্ত তাঁর সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন যে ম্যাচের পর যে দল জিতবে তাদের পুরস্কার তুলে দেবেন খোদ লিওনেল মেসি। আর এই খবরেই আপ্লুত সকলে।
একইসঙ্গে থাকতে চলেছে নানান চমক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরোটা রাজু দাকে নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজুদার থেকে পরোটা খাচ্ছেন মেসি। সেটাও নজর এড়ায়নি শতদ্রু দত্তের। সেই পোস্টই রিপোস্ট করে শতদ্রু দত্তের বিরাট ঘোষণা। সেই ছবিই নাকি এবার বাস্তব করতে চলেছেন তিনি।

পরোটা রাজু-দার হাত থেকে তিনি পরোটা খাবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই। তবে মেসির পাশে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।







