সুপার কাপের(Super Cup) প্রথম ম্যাচে দেবজিৎ(Debjit Majumder) নয়। লাল-হলুদের তেকাঠির নীচে প্রভসুখন গিলই(Prabhsukhan Gill) থাকতে চলেছেন। এই নিয়ে যাতে কোনওরকম বিতর্ক নায় হয় সেই কাজটাও আবার বেশ সন্তর্পণেই করে ফেললেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার(Oscar Bruzon)। যেটা তিনি কখনই করেন না এদিন সেটাই করলেন। সাংবাদিক সম্মেলনে এসেই প্রথম একাদশ নিয়ে মুখ খুললেন তিনি। সরাসরি বলেই দিলেন অনুশীলনে দেবজিৎের হাল্কা চোট হয়েছে, তাই নাকি ভাবলেও শেষপর্যন্ত গিলকেই(Prabhsukhan Gill) নামাতে হবে।
সদ্য ডার্বি হার। এরপর দেবজিতের(Debjit Majumder) প্রথম একাদশ থেকে বাদ পড়া, এসব নিয়ে বিতর্ক দানা বাঁধার আগেই বেশ কৌশলী অস্কার(Oscar Bruzon)। তিনি যে দেবজিতকে বাদ দিলেন, আবার বিতর্কও এড়ানোর কাজটা ভলোভাবেই করলেন লাল-হলুদের হেডস্যার। সুপার কাপ জিততে পারলেই এএফসির(AFC) স্লট পেয়ে যাবে ইস্টবেঙ্গল। অতীতের সমস্ত কিছু ভুলে এখন অস্কারের(Oscar Bruzon) ফোকাস শুধুই সুপার কাপের মঞ্চে। প্রথম ম্যাচেই আবার তাদের প্রতিপক্ষ ডেম্পো(Dempo)। একসময় এই ডেম্পো বনাম ইস্টবেঙ্গল ম্যাচকে ভারতীয় ফুটবলে এল ক্লাসিকোর সঙ্গেও তুলনা করা হত। কিন্তু কালের নিয়মে সেই গরীমা হারিয়ে গিয়েছে। তবুও অস্কার(Oscar Bruzon) কিন্তু এই ডেম্পোকে(Dempo) একেবারেই হাল্কাভাবে নিচ্ছেন না।
স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে দীর্ঘদিন থাকার ফলে, গোয়ার প্রতিটি ক্লাবকেই বেশ ভালোভাবে জানেন তিনি। তাই তো ধারেভারে এগিয়ে থাকলেও বেশ সচেতন ইস্টবেঙ্গল কোচ। তবে ডেম্পোর বিরুদ্ধে প্রথম একাদশে ছয় বিদেশিকে রাখার সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে চার বিদেশিকে নিয়েই ছক সাজাচ্ছেন তিনি। সেক্ষেত্রে রশিদ(Mohammed Rashid), হামিদ, কেভিন এবং ক্রেসপো থাকছেন।
হিরোশিকে(Hiroshi Ibusuki) বোধহয় এই ম্যাচেও বেঞ্চেই রাখবেন। পরিবর্তে ব্যবহার করতে পারেন। আইএফও শিল্ড নিয়ে দল যে এখন ভাবছে না তাও স্পষ্ট করে দিয়েছেন অস্কার। তাঁর দল ফোকাস্ড। একই কথা শোনা গেল আবার সৌভিক চক্রবর্তীর মুখেও। ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ প্রস্তুতি নয়। কর্ণারের ওপরই জোর দিয়েছিলেন তিনি। আধ ঘন্টা প্রস্তুতির পর কোচের স্পষ্ট বার্তা ফুটবলারদের বিশ্রামের। প্রথম একাদশ কার্যত ঠিক হয়ে গিয়েছে। সাংবাদিক সম্মেলনে গোলরক্ষকের নামও তো বলে দিয়েছেন অস্কার।






