আইপিএলে আবার নজর কেড়েছে আরসিবি। বিরাটের ব্যাটিংয়ের উপর ভর করে তারা ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতে প্লে অফে পা রেখেছে। এখনও তাদের তিন ম্যাচ বাকি। কিন্তু তার আগে দলের মধ্যে প্লে অফ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, প্লে অফে চার ক্রিকেটারের সার্ভিস পাবে না আরসিবি। তার মধ্যে তিনজন বিদেশি ক্রিকেটার। এমনকি অধিনায়ক রজত পাতিধারকেও তারা নাও পেতে পারে।
কেন! আরসিবি ক্যাম্প থেকে যে খবর পাওয়া গিয়েছে তা হল, চোট ও জাতীয় দলকে সার্ভিস দিতে তাঁরা প্লে অফের আগে দেশে ফিরে যাবেন। পাতিধারের দেশের হয়ে খেলার সমস্যা নেই। কিন্তু তিনি চোটের কারনে মাঠের বাইরে চলে যাবেন। তা হলে প্লে অফে কি করবে আরসিবি। তারা কি বদলি ক্রিকেটার দলে নেবে। এ নিয়ে এখনও পর্যন্ত আরসিবি শিবির থেকে কিছু জানানো হয়নি। তবে সমস্যা যে আছে তা পরিস্কার।
এবর দেখে নেওয়া যেতে পারে কোন তিন বিদেশি ক্রিকেটারকে আরসিবি ছেড়ে দেবে। এঁর হলেন জোস হ্যাজেলউড, ফিল সল্ট ও রোমারিও শেফার্ড। তিনজনই নিয়মিত প্রথম একাদশে খেলেন। তাই তাঁদের সার্ভিস পাওয়া না গেলে আরসিবির পক্ষে প্লে অফে ভাল কিছু করা কঠিন হয়ে পড়বে। কী হয়েছে তাঁদের। সে খবর অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে শিবির থেকে।
ফিল সল্ট- চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আরসিবির খেলা ছিল ৩ মে। সেই ম্যাচে বিরাটের সঙ্গে ওপেন করতে নামেন বেথেল। সল্টকে দেখা যায়নি। কেন! জানা গেল ভাইরাল ফিভারের কারনে সল্ট আপাতত মাঠের বাইরে। বেথেল সেই ম্যাচে ভাল খেলেন। আরসিবি সেই ম্যাচে দুরানে জেতে। কিন্তু সল্টকে নিয়ে ছবি পরিস্কার হয়নি।
জোস হ্যাজেলউড- কাঁধে চোটের কারনে আরসিবির হয়ে শেষ ম্যাচে খেলতে পারেননি হ্যাজেলউড। সেই ম্যাচে আরসিবি দুশো রানের উপর তুললেও ম্যাচ জয় কঠিন হয়ে পড়ে। তাই তিনি যতদিন ন ফিট হয়ে উঠছেন, ততদিন আরসিবি চিন্তায় থাকবে।
রোমরিও শেফার্ড- শেফার্ডকে ব্ল্যাক ড্রাগন নামে অনেকে ডাকেন। এটাই তাঁর ডাক নাম। সিএসকে ম্যাচে ড্রাগনের চেহারায় তাঁকে দেখা যায়। ১৪ বলে তিনি করেন ৫৩ রান। ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তাঁর ব্যাটিং দাপটে কোনঠাসা হয়ে পড়ে সিএসকে। এবং শেষপর্যন্ত ম্যাচটি জেতে আরসিবি। আরসিবি শিবির থেকে জানা গিয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ দলের আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ওয়ান ডে সফরে জাতীয় দলে ডাক পেয়েছেন শেফার্ড। যদি তাঁকে দেশে ফিরে যেতে হয় তা হলে সমস্যায় পড়ে য়াবে আরসিবি।
রজত পাতিধার- আরসিবি অধিনায়ক রজত পাতিধার। হাতে ব্যান্ডেজ বেধে তাঁকে এখন ঘুরতে দেখা যাচ্ছে। জানা গেল, আঙ্গুলে চোট। এই কারনে তিনি মাঠের বাইরে। সিএসকে ম্যাচে জাদেজার একটি শট আটকাতে গিয়ে আঙ্গুলে চোট পান পাতিধার।
এই অবস্থার মধ্যে দিয়ে চলেছে আরসিবি। যত তাড়াতাড়ি তাঁরা ফিট হয়ে উঠবেন, তত ভাল আরসিবি। তাই এঁদের নিয়ে প্লে অফের আগে চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁদের মাথায় ঘুরছে প্লে অফ। সেই ম্যাচে তাঁদের সার্ভিস পাওয়া যাবে তো! পেলে ভাল, না পেলে সমস্যা আরসিবির।