অস্কারের(Oscar Bruzon) প্রাক্তন ছাত্রই এবার মোহনবাগানের(Mohunbagan) গুপ্তচর। ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে গোপনে নজর রাখলেন রবসন রোহিনহো(Robson Robinho)। আর তাতেই কার্যত হৈচৈ। কলাতা ডার্বি(Kolkata Derby) মানেই উত্তেজনা, উন্মাদনা। আর পড়শী ক্লাব কী করছে তার দিকে নজর রাখার প্রবল চেষ্টা। কয়েকদিন আগে মোহনবাগানের ম্যাচে নিজের গুপ্তচর পাঠিয়েছিলেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। এবার হোসে মোলিনার(Jose Molina) গুপ্তচর অস্কারেরই প্রাক্তন ছাত্র রবসন রোবিনহো। ডার্বির আগে লাল-হলুদের প্রস্তুতির সময় একেবারে ক্যামেরা হাতে হোটেল থেকে নজর রাখলেন তিনি।
শিল্ডের ফাইনালের(Ifa Shield Final) পাশাপাশি এই ডার্বি হল মোহনবাগানের কাছে আবার ডুরান্ডের প্রতিশোধেরও মঞ্চ। অস্কারের ছক বুঝতে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্ট কোচ হোসে মোলিনা(Jose Molina)। সেই কারণেই তো রবসন রবিনহোকে(Robson Robinho) কাজে লাগিয়েছেন তিনি। রবিনহো অতীতে অস্কারের কোচিংয়ে খেলেছেন। তাঁর থেকে যে মোলিনা তথ্য পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আবার অস্কারের(Oscar Bruzon) ওপর নজরও রাখছেন সেই রবসনই।
এদিন সকালবেলা প্রস্তুতি রেখেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। সব মিলিয়ে মোট ৩০ মিনিট প্রস্তুতি সেরেছে তারা। অন্যদিকে আবার যুবভারতীয় লাগোয়া হোটেল হায়াতেই রয়েছে মোহনবাগান দল। ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরু হওয়ার কিছুক্ষণ পরই কোচিং স্টাফেদের কয়েকজনের নজর পড়ে হায়াতের হোটেলের জানলায়। আর তাতেই চমকে যান তারা। অস্কারকে ডেকে দেখাতে একেবারেই দেরী করেননি তারা। সেই সময়ই ধরা পড়ে আসল ছবিটা। দেখা যায় হোটেলের জানলায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের প্রস্তুতির ভিডিও করছেন মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো(Robson Robinho)।
অস্কারের নজর এলেও, তিনি অবশ্য দলের প্রস্তুতি থামাননি। তবে সময়টা একেবারেই কমিয়ে দিয়েছিলেন। মাত্র ১৫ মিনিট লাল-হলুদ ফুটবলারদের ঠিক ঠিক প্রস্তুতি হয়। সেই সময় অবশ্য সেটপিসই প্র্যাকটিস করেন হিরোশি, কেভিন থেকে রশিদ, আনোয়াররা। তবে সেটা মাত্র ১৫ মিনিটের জন্যই করেন তারা।
রবসনের ভিডিও করাতে অস্কারের কী খুব একটা অসুবিধা হয়ে গেল। ইস্টবেঙ্গল শিবিরের অন্দরের খবর অবশ্য তারা নাকি এটা নিয়ে খুব একটা ভাবছেই না।







