ওডিআই দলের অধিনায়কত্ব হারানোর পরই উল্টো সুর রোহিত শর্মার(Rohit Sharma) মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব গৌতম গম্ভীরকে(Gautan Gambhir) নয়, রাহুল দ্রাবিড়কেই হঠাৎ দিলেন রোহিত শর্মা(Rohit sharma)। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী গম্ভীরের অঙ্গুলি হেলনেই ভারতীয় দলের নেতৃত্ব হারালেন রোহিত শর্মা! যদিও তা নিয়ে সরাসরি কিছু বলেননি রোহিত শর্মা(Rohit Sharma)। তবে রোহিতের সাফ বক্তব্য, রাহুল দ্রাবিড়ের তৈরি করা মানসিকতাতে এবং পরিকল্পনাতে ভর করেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) কোচিংয়ে ঘরের মাঠে ২০২৩ সালে ওড়িআ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু জিততে পারেননি তারা। এরপরই ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার(Rohit Sharma) ভারত। সেখানেও কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তবে এরপরই ভারতীয় দলের কোচের হট সিটে বসেছিলেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়ে ভারতীয় দল ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়।
এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই রোহিত(Rohit Sharma) নন, ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল। এরপরই রোহিত শর্মার এমন একটা মন্তব্য। রাহুল দ্রাবিড়ের দেখানো পথেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের সাফল্য এসেছে। সাফ বার্তা দিয়েছেন রোহিত শর্মা।
একটি অনুষ্ঠানে রোহিত শর্মা জানিয়েছেন, “যে দক্ষতা গুলো সেখানে দেখিয়েছিলাম, সেটাই আমরা সেখানে ধরে রাখার চেষ্টা করেছিলাম। যই মাত্র আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম, এরপরই সেই স্মৃতি দূরে সরিয়ে রেখে, পরের ম্যাচের দিকে মন দিয়েছিলাম। রাহুল দ্রাবিড়ের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের যে পরিকল্পনা গুলো আমরা করেছিলাম, সেটাই আমাদের এখানেও সবচেয়ে বেশি কাজে লেগেছিল”।
অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ওডিআই অধিনায়ক হিসাবে অভিষেক করবেন শুভমন গিল। দলে রয়েছেন রোহিত শর্মা। কিন্তু তাঁর এই বক্তব্য হঠাৎই ক্রিকেট মহলে শুরু করেছে নতুন জল্পনা। তবে কী গৌতম গম্ভীরের সঙ্গে সমস্যার জেরেই সরে যেতে হয়েছে রোহিত শর্মাকে। এই নিয়েই এখন জল্পনা কিন্তু তুঙ্গে পৌঁছেছে।







