মাঝে মাঝে তারকা ফুটবলারদের দিন এমন যায় যা নিজেরাই অবাক না হয়ে পারেন না। তেমনই একটা দিন গেল বুধবার। যেদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমন খারাপ পারফরম্যান্স তুলে ধরলেন যা নিজেই হেসে ফেললেন মনের অজান্তে। ২-০ গোলে এগিয়ে থাকা রোনাল্ডোর দল আল নাসের কিনা ম্যাচের শেষ লগ্নে গোল খেয়ে ৩-২ গোলে হেরে বসল। আল ইত্তিহাদ ম্যাচটা জিতে শুধু নিজেরা সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার দোরগড়ায় পৌছে গেল তাই নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিতে চলেছে রোনাল্ডোর দল আল নাসেরকে।
ঘরের মাঠে শুরু করেছিল রোনাল্ডোর দল। শেষ করল কিন্তু করিম বেনজেমা বাহিনি। খেলা তখন সবে শুরু হয়েছে। মিনিট তিনেক গড়াতে না গড়াতে গোল করে আল নাসেরকে এগিয়ে দেন সেনেগাল তারকা সাদিও মানে। নীচু শটে দুরন্ত গোল করেন তিনি। ৩৭ মিনিটে ফের গোল করে দলের ব্যবধান বাড়ান ইয়াহিয়া। তখন মনে হচ্ছিল ম্যাচের রাশ পুরোপুরি চলে গিয়েছে আল নাসেরের মুঠোয়। অলক্ষ্যে বোধহয় হাসছিলেন ভাগ্যদেবী। নাহলে সেই ম্যাচ কেন হেরে বসবে আল নাসের। প্রথম ৪৫ মিনিট যদি হয় আল নাসেরের, তাহলে বাকি ৪৫ মিনিট ছিল আল ইত্তিহাদের। বিরতির পর খেলা শুরু হতেই গোল পেয়ে যায় আল ইত্তিহাদ বাহিনি। ৪৯ মিনিটে গোল করে ব্যবধান কমান করিম বেনজেমা। হেডে করা গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে আল ইত্তিহাদ। ৫২ মিনিটে ফের গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন এনগোলো কঁতে। যখন সকলে ধরে নিয়েছেন খেলার ফল ২-২ থেকে যাবে, তখনই ইন্দ্রপতন। ইনজুরি টাইমে গোল করে আল নাসেরের কফিনে শেষ পেরেকটা পুতে দিয়ে গেলেন আলজেরিয়ার হুসেম আউয়ার। ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লরঁা ব্লাঁ-র দল।
আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তেমন নিজেকে তুলে ধরতে পারেননি। ফলে আল নাসের এগিয়ে গিয়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। ফিরল শূন্য হাতে। এই হার রোনাল্ডোর দলকে শুধু সৌদি প্রো লিগ থেকে বিসর্জন দিল তাই নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেল। মোট ৩৪টা ম্যাচ খেলতে হবে রোনাল্ডোদের। চারটে ম্যাচ এখনও বাকি। এই সময় আল নাসেরের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গিয়েছে আল ইত্তিহাদ। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট করিম বেনজেমা দলের। অথচ একই সংখ্যক ম্যাচ খেলে রোনাল্ডোর দলের পয়েন্ট ৬০। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেলে সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থান পাওয়া দরকার ছিল। সৌদি ক্লাব আল আহলি এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তাই লিগ থেকে সুযোগ পাওয়ার কথা আরও দুটো দলের। সেই জায়গায় আল ইত্তিহাদ ১১ পয়েন্টে ও আল হিলাল ৪ পয়েন্টে এগিয়ে আছে। তাই রোনাল্ডোর দলের পক্ষে মনে হয়না এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকবে।
