পাক অধ্ু্যষিত কাশ্মীরে ভারতের আক্রমণের পর সাফ অনূ্র্ধ্ব-১৯ সাফ ফুটবল প্রতিযোগিতার উপর কালো মেঘ ঘনিয়ে গেল। প্রতিযোগিতা শুরু হতে আর মাত্র দু-দিন বাকি। অথচ এই মুহূর্তে বলা যাচ্ছে না এই প্রতিযোগিতা আদৌ হবে কিনা। ৯-১৮ মে অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা আছে।
অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে প্রোটেক্টেড এরিয়া পারমিট (PAP) বা রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট (RAP)-এর প্রয়োজন হয়। উত্তর-পূর্ব রাজ্যে বিশেষ করে অরুণাচলে ঢুকতে গেলে এই অনুমতিপত্রের প্রয়োজন বাধ্যতামূলক। অরুণাচলের রাজ্য সরকার সাধারণত প্রবেশের এই অনুমতিপত্র দিয়ে থাকে। কিন্তু পাক অধু্যষিত কাশ্মীরের উপর আক্রমণের পর অরুণাচল প্রদেশের সরকার কোনও ঝঁুকি নেবে না বলে জানিয়েছে। পুরো বিষয়টা তারা ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের উপর। অথচ কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে নীরব। প্রবেশের এই অনুমতিপত্র আদৌ দেবে কিনা তা নিয়ে সন্দেহ তুঙ্গে। ফলে প্রতিযোগিতা শুরু হওয়ার দু-দিন আগে আশঙ্কার মেঘ পুরোপুরি অন্ধকারে ঢেকে গিয়েছে।
এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। মালদ্বীপ, ভূটান ও বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। প্রতিযোগিতায় যোগদানকারী দেশগুলিও অরুণাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু তারা জানে না আদৌ সেই রাজ্যে প্রবেশ করতে পারবে কিনা। অরুণাচল প্রদেশের রাজ্য সরকার কোনও ঝঁুকি নিতে নারাজ। তাই তারা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রণালয় ও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর ছেড়ে দিয়েছে। এখন দেখার এই রাজ্যে প্রবেশের অনুমতিপত্র কবে এসে পৌছয়। যদি সময়মতো না আসে তাহলে প্রতিযোগিতার উপর প্রভাব পড়বে।
